BREAKING NEWS

১৩ কার্তিক  ১৪২৭  শুক্রবার ৩০ অক্টোবর ২০২০ 

Advertisement

দুঃস্বপ্নের এজবাস্টনে ফেভরিট ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া চ্যালেঞ্জ বিরাটদের

  April 7, 2019

সংবাদ প্রতিদিন : এজবাস্টনে কি আজ ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই নামতে চলেছেন বিরাট কোহলিরা? অতীত বলছে, এ মাঠে তাঁদের কোনও সুখের স্মৃতি নেই। এখানে ৫০টি টেস্টের মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৭টি ম্যাচে। উলটোদিকে এজবাস্টনে পাঁচটি টেস্টে ভারতের জয়ের সংখ্যা শূন্য। তার উপর দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের এ উইকেটে পূর্ব অভিজ্ঞতা নেই। সুতরাং অ্যাডভান্টেজ ইংল্যান্ড কথাটা শোনা যাচ্ছে অনেকের মুখেই। কিন্তু, বিরাট সেসবে ভাবিত নন। তিনি জানেন, আন্ডারডগ হিসেবেই হোক কিংবা ফেভারিট, দিনের শেষে পারফরম্যান্সই কথা বলবে। তাই পারফরম্যান্স ছাড়া আর কিছুই ভাবছেন না ক্যাপ্টেন কোহলি।

Advertisement

Advertisement

Advertisement