Advertisement
Advertisement

ফিলিপাইন্সের জেলে গ্রেনেড বিস্ফোরণে মৃত ১০ বন্দি

মৃতদের মধ্যে দু'জন চিনা ড্রাগ মাফিয়া...

10 killed in Philippine jail blast
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 1:13 pm
  • Updated:September 21, 2019 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিলিপাইন্সের একটি জেলের ভিতর গ্রেনেড বিস্ফোরণে মৃত দশ বন্দি৷ মৃতদের মধ্যে দুজন চিনা ড্রাগ মাফিয়া৷ বৃহস্পতিবার গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে৷ মৃত বন্দিদের মধ্যে আটজন ড্রাগ পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল৷ দু’জন ডাকাতির মামলায় জেল খাটছিল৷

ব্যুরো অফ জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি-র মুখপাত্র ও সিনিয়র ইন্সপেক্টর জেভিয়ার সল্ডা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে কয়েকজন বন্দি পালানোর ছক কষেছিল৷ বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালানোর জন্যই গ্রেনেডগুলি জড়ো করে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে৷ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ম্যানিলা মেট্রোপলিটনের প্যারানাক সিটি জেলের ওয়ার্ডেন৷ তাঁর চিকিৎসা চলছে৷ সুস্থ হয়ে উঠলে তাঁর বয়ান থেকে এই বিস্ফোরণের কারণ স্পষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন জেভিয়ার৷

Advertisement

তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই বন্দিরা ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চেয়েছিল৷ বন্দিরা জানত, কয়েকদিনের মধ্যেই তাদের অন্য জেলে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ স্থানীয় একটি ওয়েবসাইট ফিলিপাইন্সের এক পুলিশকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, জেলের মধ্যেই বন্দিরা একটি সাব মেশিনগান লুকিয়ে রেখেছিল৷ গ্রেনেড বিস্ফোরণের আগে জেলের ভিতর গুলিও চলেছে বলে দাবি করেছেন ওই কর্তা৷ কী করে বন্দিরা জেলের ভিতর আগ্নেয়াস্ত্র হাতে পেল, তদন্তে তা খতিয়ে দেখা হবে৷ এদিনের বিস্ফোরণের সুযোগে কোনও বন্দি পালিয়ে গিয়েছে কি না জানতে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ