Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, বিস্ফোরণে মৃত অন্তত ১১ শ্রমিক

সরকারি ভবন তৈরির কাজ করতেন মৃত শ্রমিকরা।

11 killed at terrorist attack in Pakistan, 3 missing | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2023 6:02 pm
  • Updated:August 20, 2023 6:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলায় অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হল পাকিস্তানে (Pakistan)। জানা গিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের পথে বোমা মজুত করে রেখেছিল জঙ্গিরা। শনিবার গভীর রাতে গাড়িতে বিস্ফোরণ ঘটে শ্রমিকদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আরও ২ শ্রমিক। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

জানা গিয়েছে, একটি সরকারি ভবন তৈরির কাজ করছিলেন ১৬ জন শ্রমিক। শনিবার একটি গাড়িতে চেপে ফিরছিলেন তাঁরা। সেই সময়েই পথের মধ্যে মজুত বোমা ফাটে। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁদের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন শ্রমিকের। আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভরতি করা হয়। কিন্তু গাড়িতে থাকা তিন শ্রমিকের খোঁজ মেলেনি এখনও। পুলিশ সূত্রে খবর, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

[আরও পড়ুন: হু হু করে কমছে জিনিসপত্রের দাম! ‘মুদ্রাহ্রাসে’র কবলে মুখ থুবড়ে পড়বে চিন?]

জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। এক্স-এ (পূর্ববর্তী নাম টুইটার) তিনি বলেছেন, “জঙ্গি হামলায় ১১ জন নিরপরাধ শ্রমিকের মৃত্যুতে আমি শোকাহত। এহেন নৃশংস আচরণের তীব্র নিন্দা করছি। শোকার্ত পরিবারের পাশে রয়েছি আমরা।”

Advertisement

প্রসঙ্গত, পাকিস্তানের উত্তরে আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই জঙ্গিদের দাপট রয়েছে। বিশেষত পাক তালিবানের সদস্যরা একাধিকবার হামলা চালিয়েছে এই  খাইবার পাখতুনখোয়া এলাকায়। প্রয়োজন পড়লে সংঘর্ষ বিরতি চুক্তিও ভেঙেছে তারা। তবে ১১ শ্রমিকের মৃত্যুর নেপথ্যে তাদেরই হাত রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডে নয়া মোড়, আচমকাই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ