Advertisement
Advertisement

Breaking News

অকেজো শরীর, তবু সুরের জাদুতে মার্কিন মুলুকে ঝড় তুলেছে এই প্রবাসী কিশোর

জন্ম থেকেই ভাঙা প্রায় শরীরের সমস্ত হাড়৷

130 surgeries haven’t disheartened this music prodigy and social media star
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 6:24 pm
  • Updated:July 8, 2018 6:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকের মধ্যেই কোন না কোন গুণাগুণ দিয়ে পাঠান ঈশ্বর, কেবলমাত্র সঠিক সময়ে তার বিকাশ হওয়া প্রয়োজন৷ একথাই আবারও সত্যি করেছে ইসেলিনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত কিশোর স্পর্শ শাহ৷ জন্মের প্রথমদিন থেকেই শারীরিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আসছে সে৷ তাও আজ বিশ্বের অনেকেই তাঁর কণ্ঠের গুণমুগ্ধ ভক্ত বা শ্রোতা৷ শুক্রবার, কানাডা-ইন্ডিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল ইন্ডিয়ান সম্মানে ভূষিত হয়েছে পনেরো বছরের এই কিশোর৷ টেকনোলজি বিশেষজ্ঞ স্যাম পিত্রোদা, শিল্পপতি রতন টাটা, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির মতো উজ্জ্বলতম নক্ষত্রদের সারিতে নাম লেখিয়েছে সে৷

[ইসলামাবাদের মদতেই PoK-তে বাড়ছে জঙ্গিদের দাপাদাপি, আন্দোলনে নাগরিকরা]

Advertisement

পনেরো বছর আগে নিউ জার্সির ইডিশনে যখন স্পর্শ শাহের জন্ম হয়েছিল, তখনই তাঁর শরীরের ৩৫ থেকে ৪০টি হাড় ভাঙা ছিল৷ পরে ভেঙে যায় আরও বেশ অনেক৷ তার বাবা হিরেন শাহ জানান, তাঁকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন জীবনের অন্তিম লগ্নের কয়েকটা দিন গুনছে স্পর্শ৷ দুরারোগ্য ব্যাধি অস্টিওজেনেসিস ইমপারফেক্টায় আক্রান্ত সে৷ ফলে তার শরীরে ক্যালসিয়াম নেই বললেই চলে৷ কিন্তু নিয়তি যখন সঙ্গে রয়েছে তখন আটকার কার সাধ্য! এই অবস্থা থেকেই আজ পনেরো বছর পর মার্কিন মুলুকে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে স্পর্শ শাহ৷

Advertisement

[আমেরিকার কানসাসের রেস্তরাঁয় চলল গুলি, মৃত্যু এক ভারতীয় ছাত্রর]

কেমন ভাবে? জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ভারতীয় ধ্রুপদী সংগীতের প্রতি স্পর্শের ছিল গভীর আকর্ষণ৷ সেই টান থেকেই সংগীতচর্চা শুরু করেছিল সে৷ বর্তমানে, ভারতীয় ক্লাসিক্যালের সঙ্গে পাশ্চাত্য সংগীত ও ব়্যাপ মিউজিকের মিশেল ঘটিয়ে নিজেই এক প্রকার ফিউশন সংগীত সৃষ্টি করেছে এই খুদে সংগীতশিল্পী৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সমস্ত গান আপলোড করে সে৷ হু হু করে বেড়েছে তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সের সংখ্যা৷ ইতিমধ্যেই, মার্কিন মুলুকে বেশকিছু নামকরা অনুষ্ঠানে গান করেছে স্পর্শ শাহ৷ ম্যাডিসন স্কোয়্যারে তাঁর গলায় মার্কিন জাতীয় সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে গিয়েছে আপামর আমেরিকাবাসী৷ পাশাপাশি, নিউইয়র্কে অনুষ্ঠিত ন্যাশনাল হকি লিগেও গান করেছে সে৷ সম্প্রতি, তার জীবন কাহিন সকলের সামনে তুলে ধরার জন্য স্পর্শকে আমন্ত্রণ জানিয়েছিল গুগল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ