BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

তাইল্যান্ডের স্কুলে আগুনে পুড়ে মৃত ১৮

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 23, 2016 3:04 pm|    Updated: May 23, 2016 3:04 pm

18 girls killed in fire at school dorm in Thailand

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইল্যান্ডের একটি স্কুলে আগুনে পুড়ে মৃত্যু হল ১৮ স্কুল ছাত্রীর৷ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে৷ মৃতা ছাত্রীদের বয়স ৫-১২ বছর৷ কীভাবে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ ও দমকল কর্মীরা৷ শিশুদের দেহগুলি এতটাই ঝলসে গিয়েছে যে বাবা-মায়েরাও তাদের শনাক্ত করতে পারেননি৷ পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ আগুন লাগে ওই স্কুল ভবনটিতে৷ ওই খ্রিস্টান প্রাথমিক স্কুলের তরফে জানানো হয়েছে, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচজন শিশু ছাত্রী৷ ২০ জনকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে৷ আজ সকাল থেকে স্কুলেই বিক্ষোভ দেখান অভিভাবকরা৷

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে