সুকুমার সরকার, ঢাকা: বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত হয়ে ভারতে ২,৬৯৭ জন বাংলাদেশি জেলবন্দি রয়েছে। বিশ্বে এই সংখ্যা প্রায় ১০ হাজার। সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে সেই দেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি জানান, বিশ্বের বিভিন্ন কারাগারে ৯,৯৬৭ জন বাংলাদেশি বন্দি রয়েছে। দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বিদেশমন্ত্রী জানান, ভারতে ২,৬৯৭ জন-সহ মালয়েশিয়ায় ২,৪৬৯ জন, সংযুক্ত আরব আমিরশাহিতে ১,০৯৮ জন, সৌদি আরবে ৭০৩ জন, ব্রিটেনে ২১৮ জন এবং মায়ানমারে ৫৭ জন জেলবন্দি আছে। তিনি বলেন, বন্দি বাংলাদেশি নাগরিকরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি সহায়তা-সহ অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে থাকে। দূতাবাস মুক্তিপ্রাপ্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যর্পণের জন্য ট্রাভেল পারমিট প্রদান করে থাকে।