সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ! ইতিমধ্যে ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ১৫০ জন। তাঁদের মধ্য়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এই হামলার ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।
স্থানীয় সূত্র খবর, পেশোয়ারে পুলিশের সদর দপ্তরের ক্যাম্পাসেই ছিল মসজিদটি। এদিন দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ নমাজের পরই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি। জানা গিয়েছে, প্রার্থনা গৃহের ছাদ ও দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে।
[আরও পড়ুন: মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা, ২০ হাজার কোটি টাকার কর বসাতে চলেছে পাক সরকার!]
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও এবং সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মসজিদের অন্দরে আত্মঘাতী হামলা চলেছে। জানা গিয়েছে, নমাজ পড়ার সময় সামনের সারিতেই হাজির ছিল হামলাকারী। প্রার্থনা শেষ হতেই নিজেকে উড়িয়ে দেয় সে।
#UPDATE | At least 28 people were killed and 150 were injured at a blast inside a mosque that shook Peshawar’s Police Lines area, reports Pakistan’s Dawn News citing Officials
— ANI (@ANI) January 30, 2023
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওতে দেখা গিয়েছে, চারিদিকে রক্ত ছড়িয়ে। দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর্ত চিৎকারে চারদিকে কান পাতা দায়। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পেশোয়ার পুলিশ লাইন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
[আরও পড়ুন: ১৫ বছরের মেয়েদের বিষয়ে ভাবার সময় এসেছে, ‘নাবালিকা বিয়ে’ নিয়ে পর্যবেক্ষণে মত হাই কোর্টের]
পেশোয়ারের হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম খান জানান, আমাদের এখানে বহু মৃতদেহ এসেছে। মারাত্মক পরিস্থিতি। আহতদের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে মৃতের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে শিয়া মসজিদে হামলায় চালিয়েছিল আইএস জঙ্গিরা। প্রাণঘাতী হামলায় মৃত্যু হয়েছিল ৬৪ জনের। এবারও কি ধর্মস্থানকে নিশানা করল আইএস জঙ্গিরা, সেই উত্তরই খুঁজছে পাক প্রশাসন।