Advertisement
Advertisement

Breaking News

আইফোনের লক খুলে মায়ের প্রাণ বাঁচাল চার বছরের খুদে

কেমন করে ৪ খুদেটি এই অসাধ্য সাধন করল, জানলে অবাক হয়ে যাবেন৷

4 year-old boy saves Mother's life by unlocking iPhone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2017 11:34 am
  • Updated:March 24, 2017 11:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র চার৷ ভাল করে কথাও ফোটেনি৷ এই বয়সেই ব্রিটিশ সংবাদমাধ্যমের শিরোনামে ছোট্ট রোমান৷ এমন কাণ্ড করেছে, যা অনেক বড়-বুড়োদের পক্ষেই করা সম্ভব নয়৷ মায়ের আইফোনের লক খুলে তাঁর প্রাণ বাঁচিয়েছে খুদে এই ব্রিটিশ বালক৷

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

Advertisement

ঘটনাটি ঘটেছে মার্চ মাসের সাত তারিখে৷ দক্ষিণ লন্ডনের বাড়িতে নিজের ভাই-বোনের সঙ্গে খেলা করছিল রোমান৷ আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান তাঁর মা৷ যে পরিস্থিতি বড়দেরই বুদ্ধি কাজ করে না, সেই পরিস্থিতেই উপস্থিত বুদ্ধি কাজে লাগায় চার বছরের খুদে৷ মায়ের আঙুল ছুঁইয়ে তাঁর আইফোনের লক খোলে সে৷ তারপর সেখান থেকে অ্যাপের মাধ্যমে ব্রিটেনের আপৎকালীন নম্বর ৯৯৯-এ ফোন করে৷ অপারেটর যখন তাঁর কাছে জানতে চান কী হয়েছে, রোমানের উত্তর ছিল তার মায়ের মৃত্যু হয়েছে৷ খুদের মুখে এই উত্তর শুনে অপারেটর আবার প্রশ্ন করেন৷ কী করছে তার মা? তার উত্তরে রোমান বলে, মা শুয়ে আছে৷ চোখ দু’টো বন্ধ৷ আর নিঃশ্বাসও নিচ্ছে না৷ রোমানের উত্তর শুনে মিনিট পনেরোর মধ্যেই এসে পৌঁছয় উদ্ধারকারী দল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর মাকে৷ জ্ঞান ফিরিয়ে আনা হয় তাঁর৷ আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে৷

Advertisement

wfaa_mom_1460035778177_1453699_ver1.0

ছোট্ট রোমানের এই কীর্তিতে বিস্মিত হওয়ার পাশাপাশি গর্বিতও তার পরিবার৷ সঠিক শিক্ষা ছোট থেকেই মানুষকে কতটা পরিণত করে তোলে, রোমান তার অন্যতম উদহরণ বলে মনে করছেন সকলে৷

[সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ