সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের (Iran) ছায়া আফগানিস্তানে! স্কুলপড়ুয়া ছাত্রীদের বিষ খাইয়ে হত্যার চেষ্টা হল তালিবান শাসিত রাষ্ট্রটিতে। জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে ৮০ জন ছাত্রী। পরপর দু’দিন উত্তর আফগানিস্তানের দু’টি স্কুলে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। যদিও বিষয়টিকে ব্যক্তিগত আক্রোশ বলেই দাবি করেছ স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ইরানের স্কুলে একইভাবে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছিল।
জানা গিয়েছে, গত শনিবার ও রবিবার অসুস্থ হয়ে পড়ে সংচারক জেলার দুটি প্রাথমিক স্কুলের ছাত্রীরা। খুব কাছাকাছি অবস্থিত এই স্কুল দু’টি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয় দুই স্কুলের ছাত্রীদের। তবে ৮০ জন পড়ুয়াকে হাসপাতালে পাঠালেও তারা সকলেই সুস্থ রয়েছে বলে দাবি স্থানীয় শিক্ষা আধিকারিকের। ঘটনার তদন্ত করা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। যদিও প্রশাসনের অনুমান, তৃতীয় কোনও পক্ষের ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ঘটনা।
[আরও পড়ুন: অমিত শাহের বাসভবনে কুস্তিগিরদের বৈঠকও নিষ্ফলা, মিলল না সমাধান সূত্র]
২০২১ সালে আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখলের পরেই নারীশিক্ষায় কোপ বসায় তালিবান (Taliban)। বন্ধ হয়ে যায় মেয়েদের স্কুল-কলেজ। তবে কিছুদিন পরে প্রাথমিক স্কুলের দরজা খোলা হয় মেয়েদের জন্য। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলে গিয়ে পড়াশোনা করে আফগান মেয়েরা। এবার সেই পথও বন্ধ করতেই বিষ প্রয়োগ করা হয়েছে বলেই অনুমান। উল্লেখ্য, তালিবান শাসন কায়েম হওয়ার পরে এই প্রথম স্কুলপড়ুয়াদের উপর হামলার ঘটনা ঘটল আফগানিস্তানে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে একই ধাঁচে হামলা হয় ইরানের ছাত্রীদের উপরেও। ইরানের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী। তাদের বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ। খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছিলেন। তাঁর আরও বক্তব্য, নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, “মূলত ছাত্রীদের মনে ভয় ধরানোর জন্যই অপেক্ষাকৃত কম ক্ষতিকারক উপায় বেছে নিয়েছিল অভিযুক্তরা।” এবার সেই ঘটনারই ছায়া আফগানিস্তানে।
[আরও পড়ুন: ‘গোটা বিশ্ব রয়েছে ভারতের পাশে’, করমণ্ডল দুর্ঘটনায় রাষ্ট্রনেতাদের বার্তায় অভিভূত জয়শংকর]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- গত শনিবার ও রবিবার অসুস্থ হয়ে পড়ে সংচারক জেলার দুটি প্রাথমিক স্কুলের ছাত্রীরা। খুব কাছাকাছি অবস্থিত এই স্কুল দু'টি।
- প্রশাসনের অনুমান, তৃতীয় কোনও পক্ষের ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ঘটনা।
- কয়েক মাস আগে একই ধাঁচে হামলা হয় ইরানের ছাত্রীদের উপরেও। ইরানের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী।