Advertisement
Advertisement

Breaking News

CAA’র বিরুদ্ধে ভারতে প্রতিবাদের মাঝেই পাকিস্তানে খুন শিখ যুবক

নানকানা সাহিব হামলার রেশ না কাটতেই ফের আক্রান্ত সংখ্যালঘু।

After Nankana Sahib, Sikh man killed in Pakistan's Peshawar
Published by: Monishankar Choudhury
  • Posted:January 6, 2020 9:42 am
  • Updated:January 6, 2020 9:42 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ধর্মীয় সংখ‌্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নতুন নয়। বহুবার হিন্দু, শিখ বা খ্রিস্টান মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করার ঘটনা সামনে এসেছে। এমনকী, কয়েকদিন আগে শয়ে শয়ে উত্তেজিত মুসলিম লাহোরের কাছে বিখ‌্যাত গুরুদ্বার, গুরু নানকের জন্মস্থান হিসাবে পরিচিত নানকানা সাহিব আক্রমণ করেছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার পেশোয়ারে খুন হয়ে গেলেন এক শিখ যুবক। রবিন্দর সিং নামে ওই যুবকের দেহ চামকানি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে আততায়ীদের এখনও চিহ্নিত করা যায়নি।

নিহত যুবক, ২৫ বছরের রবিন্দর পাক টেলিভিশনের প্রথম শিখ অ্যাঙ্কর হরমিত সিংয়ের ভাই। তাঁকে প্রকাশ্যে খুন করা হয়েছে বলে অভিযোগ। তিনি আদতে মালয়েশিয়ায় থাকতেন। পারিবারিক কারণে এবং কেনাকাটার উদ্দেশে পেশোয়ারে এসেছিলেন। নানকানা সাহিবে হামলার পরপরই রবিন্দরের খুন নিয়ে পাকিস্তানের সংখ‌্যালঘুদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লিও। এক বিবৃতিতে ভারত বলেছে, শিখ সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, নিরাপদ জীবনযাত্রা সুনিশ্চিত করতে পাক সরকারের অবিলম্বে পদক্ষেপ করতে হবে। রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানও নানকানা সাহিবে হামলার নিন্দা করেছেন।

Advertisement

এদিকে, বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমর্থন জোটাতে নানকানা সাহিবে হামলাকে হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে অত‌্যাচারিত হওয়ার বদলে এবার সংখ‌্যালঘুরা ভারতে এসে নিরাপদ ও নিশ্চিত জীবন যাপন করতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করেন, ‘পাকিস্তানে সংখ‌্যালঘু মানুষের উপর অত‌্যাচার ঘোর বাস্তব। যাঁরা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তাঁদের কি আরও প্রমাণ দরকার?’

এই ঘটনার পরপরই আসরে নেমেছেন পাঞ্জাবে অকালি দলের নেতা মনজিন্দর সিরসা। সিএএ-র সমর্থনে টুইট করে তিনি লিখেছেন, ‘পরিকল্পনামাফিক শিখ সম্প্রদায়ের মানুষকে খুন করা হয়েছে। কারণ, শিখ এবং অন্যান্য সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ ইমরান খানের সরকার। এ বিষয়ে তাঁরা উদাসীনও।’ টুইটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘উই সাপোর্ট সিএএ’ লিখেছেন তিনি।

[আরও পড়ুন: ‘আমেরিকা নিপাত যাক’, সোলেমানির শেষযাত্রায় বুক চাপড়ে চিৎকার ইরানের জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ