Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে জঙ্গি-মদত বন্ধ করার আর্জি আমেরিকার

জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ফের সে দেশের সরকারকে অনুরোধ করল আমেরিকা৷

America asked Pakistan to stop terrorism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 9:20 am
  • Updated:September 28, 2016 9:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে থাকা সব জঙ্গিঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে এবং জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ফের সে দেশের সরকারকে অনুরোধ করল আমেরিকা৷

সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং মদত দেওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছিলেন তিনি৷ বিদেশমন্ত্রীর ওই বক্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের উদ্দেশে আমেরিকার এদিনের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ হোয়াইট হাউসের সহকারি মুখপাত্র মার্ক টোনার এদিন বলেছেন, “আমরা বিশ্বাস করি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে৷ কিন্তু এই লড়াইয়ে তাদের আরও সক্রিয় হতে হবে৷ জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানকে আরও সক্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য৷ আমরা চাই, সব জঙ্গি সংগঠন বিশেষত যারা তাদের প্রতিবেশী দেশগুলিতে নাশকতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পাকিস্তান৷ সেদেশে থাকা জঙ্গিদের সব গোপন ঘাঁটি বন্ধ করে দেবে পাক সরকার৷”

Advertisement

উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ জম্মু-কাশ্মীরের উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে৷ এই হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলেছে নয়াদিল্লি৷ অন্যদিকে ইসলামাবাদ যথারীতি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ