Advertisement
Advertisement

বৃহত্তম নন-নিউক্লিয়ার মার্কিন বোমায় নিকেশ অন্তত ৩৬ আইএস জঙ্গি

কোনও আম নাগরিকের ক্ষতি হয়নি, দাবি আফগান প্রশাসনের৷

Attack on tunnel complex in eastern Afghanistan left 36 Islamic State group fighters dead, Afghan officials say.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2017 7:34 am
  • Updated:October 9, 2019 6:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে মার্কিন সেনার বৃহত্তম নন-নিউক্লিয়ার বোমা ‘মাদার অফ অল বম্বস’-এর আঘাতে এখনও পর্যন্ত ৩৬ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আফগান প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার এই তথ্য জানিয়েছেন৷ মন্ত্রকের এক মুখপাত্র দৌলত ওয়াজিরি জানিয়েছেন, মার্কিন বোমায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি কারণ তাঁদের আগেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷

[মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের]

ওয়াজিরি বলেছেন, কোনও আম নাগরিকের কোনও ক্ষতি হয়নি৷ শুধুমাত্র দায়েশরা যে ঘাঁটিতে অস্ত্র সঞ্চয় করত ও হামলার পরিকল্পনা করত, সেই সব ঘাঁটিগুলিই গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ ইসলামিক স্টেট জঙ্গিদের আরবি ভাষায় দায়েশ বলে৷ পূর্ব আফগানিস্তান থেকে পরিচালিত ওই আইএস ঘাঁটি থেকেই কাবুলে হামলা চালাত জঙ্গিরা৷ বৃহস্পতিবার এমসি-৩০ বিমানে করে ১১ টন টিএনটি সমৃদ্ধ ‘মাদার অফ অল বম্বস’ ফেলা হয়৷ মার্কিন বায়ুসেনার মুখপাত্র কর্নেল প্যাট রিডার জানিয়েছেন, আজ পর্যন্ত কোনও যুদ্ধে GBU-43/B-র মতো এত বড় নন-নিউক্লিয়ার বোমা ব্যবহার করা হয়নি৷

Advertisement

আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে ৭টা বেজে ৩২ মিনিটে এই ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার৷ বোমাটি পরমাণু বোমার পরই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা৷ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী এবং মারণক্ষমতাসম্পন্ন এই ভয়াবহ বোমাকে সামরিক পরিভাষায় বলে ‘ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট’৷ মার্কিন বায়ুসেনা ও মার্কিন সামরিক সদর দফর পেন্টাগনের কর্তারা এই বোমাকে আদর করে ডাকেন ‘মাদার অফ অল বম্বস’ (সব বোমার মা)৷ এটি জিপিএস নিয়ন্ত্রিত৷ সূত্রের খবর, বোমা হামলার পরই রাতের অন্ধকার আকাশ ভেদ করে বিশালাকায় আগুনের গোলা উপরের দিকে উঠে যায়৷ সর্বগ্রাসী আগুনের বলয় ছিল অন্তত চারশো মিটার জুড়ে৷ আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার মাটি কেঁপে ওঠে৷ ভূমিকম্পের ভয়ে আতঙ্কে ছোটছুটি শুরু করেন স্থানীয় গ্রামের অজস্ত্র বাসিন্দা৷ কিন্তু বেশ কয়েক মিনিট পরেই বাসিন্দাদের ভুল ভাঙে৷ পরে জানা যায়, কোথাও একটা শক্তিশালী বিস্ফোরণ হয়েছে৷ বাতাসে তখন শুধুই পোড়া বারুদের অসহ্য দুর্গন্ধ৷ হোয়াইট হাউস ও পেন্টাগন পৃথক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে ‘অল আউট অ্যাটাক’-এর অঙ্গ হিসাবেই এই হামলা চালানো হয়েছে৷

Advertisement

[আফগানিস্তানে মার্কিন সেনার বোমা নিক্ষেপের প্রশংসায় ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ