Advertisement
Advertisement

Breaking News

Biden

‘মে ডে’ বার্তাই বাঁচিয়েছে বহু প্রাণ, বাল্টিমোরের সেতু দুর্ঘটনায় ভারতীয় নাবিকদের ধন্যবাদ বাইডেনের

মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ ৬ জনের।

Biden thanked Indian crew for mayday call
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 27, 2024 2:35 pm
  • Updated:March 27, 2024 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে ভয়ংকর সেতু বিপর্যয়। এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬ জন। তাঁদের সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। যদি না জাহাজে উপস্থিত ভারতীয় নাবিকরা ঠিক সময় ‘মে ডে’ বার্তা পাঠাতেন। এই তৎপরতার জন্য সকলকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

‘ফ্রান্সিস স্কট কি’ নামের ওই সেতু আমেরিকার এক বিখ্যাত সেতু। যার একটি ভিতে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। সঙ্গে সঙ্গে প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে অতিকায় সেতুটি। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার গভীর রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। সেসময় জাহাজটিতে ছিলেন ২২ জন ভারতীয় নাবিক। জানা গিয়েছে, দুর্ঘটনা ঘটনার আগেই সকলে বুঝতে পেরেছিলেন যে তাঁরা জাহাজের নিয়ন্ত্রণ হারিয়েছেন। ধাক্কা মারার ঠিক আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁরা প্রশাসনকে সতর্ক করে বার্তা পাঠিয়েছিলেন। তা না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই তৎপরতার জন্য ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। জাহাজে নিয়ন্ত্রণ হারানোর বার্তা পাঠানোর জন্য সকলেক ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব সেতুটি পুনর্নির্মাণের কাজ করা হবে। 

Advertisement

[আরও পড়ুন: বিজেপিকে সমর্থন করায় ‘ফ্যাসিবাদী’ তকমা, ব্রিটেনে নিগ্রহের শিকার ভারতীয় পড়ুয়া!]

তবে এই দুর্ঘটনায় জাহাজে উপস্থিত সকল ভারতীয় নাবিকই সুস্থ রয়েছেন। সেতুতে ধাক্কা লাগার পর তাঁরাও জলে নেমে উদ্ধারকার্যে হাত লাগান। সেই কারণে ভারতীয় ক্রুদের ‘হিরো’আখ্যা দিয়েছেন মেরিল্যান্ডের মেয়রও। কিন্তু এখনও খোঁজ মেলেনি নিখোঁজ ৬ জনের। উদ্ধারকারীদের ধারণা, তাঁদের জীবিত থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

Advertisement

প্রসঙ্গত, ১.৬ মাইল দীর্ঘ সেতুটির আশপাশের সবকটি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকী, সেতুর নিচ দিয়ে জলযানের চলাফেরাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার স্থানে উপস্থিত রয়েছে মার্কিন উপকূল রক্ষী বাহিনী। পাশাপাশি বাল্টিমোর পুলিশের একটি দলও সেখানে হাজির হয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। 

[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ