Advertisement
Advertisement

বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৭০

আহত শতাধিক৷

Blast at Pakistan campaign rally kills 20
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2018 9:42 pm
  • Updated:July 13, 2018 9:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তিশালী বোমা বিস্ফোরণে ফের বেসামাল পাকিস্তান৷ শুক্রবার বালুচিস্তান আওয়ামী পার্টির নেতার কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়৷ নির্বাচনী প্রচার মিছিলে বিস্ফোরণে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই৷ মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এদিন সন্ধ্যার এই ঘটনায় অন্তত ১১০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷

[ভারতেও অবৈধ সন্তান আছে ইমরানের! বিস্ফোরক প্রাক্তন স্ত্রী]

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বালুচিস্তান আওয়ামী পার্টির নেতা নওয়াবজাদা সিরাজ রায়সানির কনভয় দারেনগড় এলাকায় পৌঁছাতেই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ সন্ধেয় ভরা বাজারের মধ্যে শক্তিশালী বিস্ফোরণের জেরে ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও বেশ কয়েক জন প্রাণ হারান৷ বিস্ফোরণের তীব্রতা বেশি থাকার কারণে জখম হন অন্তত ১১০ জন পথচারী৷ বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ৭০ জনের৷  এদিনের এই হামলায় এএনপির নেতারও মৃত্যু হয়েছে৷ যদিও এদিনের এই ঘটনার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে, ঘটনার পিছনে কট্টরপন্থী সংগঠন তালিবান যোগের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন৷

[দাউদ ঘনিষ্ঠ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিকে পকিস্তানের হাতে তুলে দিল আমিরশাহী]

বালুচিস্তানের মাসটাং জেলায় শুক্রবার সন্ধ্যায় বালুচিস্তান আওয়ামী পার্টির নির্বাচনী প্রচারে এই হামলা চালানো হয়৷ এই হামলায় পিবি-৩৫ নম্বর আসনের প্রার্থী ও বিএপির নেতা নওয়াবজাদা সিরাজ রায়সানি-সহ ৭০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ কোয়েটা হাসপাতাল সূত্রে খবর, এই হামলায় ১১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ