Advertisement
Advertisement

Breaking News

কায়রোর চার্চে বিস্ফোরণে মৃত্যুমিছিল

মৃতের সংখ্যা ২৫ ছুঁয়েছে৷

Bomb attack near Cairo Coptic cathedral kills at least 25
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 6:19 pm
  • Updated:December 11, 2016 6:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখন স্থানীয় সময় সকাল দশটা৷ মিশরের রাজধানী কায়রোর সেন্ট পিটার্স চার্চে প্রার্থনার জন্য সমবেত হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী৷ আচমকাই বিস্ফোরণের তীব্র কান ফাটানো শব্দ৷ বিস্ফোরণের তীব্রতায় চারদিকে ছিটকে পড়লেন উপস্থিত পুণ্যার্থীরা৷ রক্তে ভেসে গেল চার্চের ঝকঝকে মেঝে৷ বোমার আঘাতে প্রার্থনার বেঞ্চে উড়ে গিয়ে পড়ল পোড়া মাংসের টুকরো৷ রবিবারের বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৫ ছুঁয়েছে৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১২ জন৷ এক ভিডিও-তে দেখা গিয়েছে, বিস্ফোরণে চার্চটির ছাদ, জানালা প্রায় ভেঙে গিয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শতবর্ষ পেরিয়ে আসা চার্চটির মূল কাঠামোও৷ এখনও কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার না করলেও এদিন চার্চে ফিদায়েঁ হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গফফর ও কায়রোর মুখ্য নিরাপত্তা উপদেষ্টা দুজনেই বিস্ফোরণস্থল পরিদর্শন করে গিয়েছেন৷

Advertisement

সে দেশের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ খ্রিস্টান৷ দেশের রক্ষণশীল চার্চগুলির সদর দফতরই হল সেন্ট মার্ক ক্যাথিড্রাল৷ শনিবার, গিজার পিরামিডের কাছে বড় রাস্তার মোড়ে আরেকটি বোমা বিস্ফোরণে ছয়জন পুলিশ অফিসারের মৃত্যু হয়৷ বিস্ফোরণের দায় স্বীকার করে ‘হাসম’ নামের একটি জঙ্গি গোষ্ঠী৷ ২০১৩-তেও সেন্ট মার্ক ক্যাথিড্রালে এক হামলায় দুজনের মৃত্যু হয়েছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ