Advertisement
Advertisement

ক্যানসার গবেষণায় নয়া দিগন্ত!

দু’ ঘণ্টায় মেরে ফেলা যাবে মারণ ক্যানসার কোষকে৷

Cancer research found new way for saving life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 12:30 pm
  • Updated:June 30, 2016 1:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’ ঘণ্টায় মেরে ফেলা যাবে মারণ ক্যানসার কোষকে৷ আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথিউ গোভিন জানিয়েছেন, স্তনের ক্যানসারের ক্ষেত্রে এই পতি প্রয়োগে ফল পেয়েছেন৷ নাইট্রোবেঞ্জ্যালডিহাইড নামে একটি রাসায়নিক ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে এটিকে কলায় (টিস্যু) পরিণত করা হচ্ছে৷ তারপর কোষকে একটি রশ্মির মাধ্যমে অ্যাসিডিক করে তোলা হয়৷ ফলে কোষটি আত্মঘাতী হয়৷ শরীরের সব কোষকে নয়, শুধুমাত্র টিউমারকেই আঘাত করে এই পতি৷ যেখানে কেমোথেরাপির ক্ষেত্রে শরীরের সব কোষই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ গবেষকরা জানিয়েছেন, দু’ ঘণ্টার মধ্যে ক্যানসার কোষগুলির ৯৫ শতাংশ মারা যায়৷ যদিও ক্যানসারের বহু রকমফের রয়েছে৷ কিন্তু সব ক্যানসার কোষেরই আত্মঘাতী প্রবণতা রয়েছে৷ সবচেয়ে মারাত্মক ক্যানসারগুলির মধ্যে ট্রিপল নেগেটিভ স্তন ক্যানসারেও গোভিন এই পতি ব্যবহার করেছেন৷

 

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ