সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। মৃত অন্তত ২২। আহত ৫০ জনেরও বেশি। জানা গিয়েছে, শুক্রবার কুররম এজেন্সির পারাচিনার এলাকায় একটি জনবহুল বাজারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক ফিদায়েঁ জঙ্গি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চালিয়ে এক শিয়া ইমামবারায় বিস্ফোরণ ঘটায়।
[শত্রু নিধনে ভারতীয় সেনার হাতে অমোঘ ‘বজ্র’]
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছে বহু মহিলা ও শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। সমস্ত এলাকা ঘিরে ধরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।