Advertisement
Advertisement

ইউলিন উৎসবে সারমেয় হত্যালীলায় মেতেছে চিন

কুকুর হত্যা করে তাদের মাংস খাওয়ার চল চিনে নতুন কিছু নয়৷ শুধুমাত্র কুকুরের মাংসের রেসিপি সাজিয়ে প্রতিবারই ইউলিন উৎসব জমে ওঠে৷ আর প্রতিবারই সমালোচনার মুখে পড়ে এই উৎসব৷

China's Yulin Festival Has Started, And 10,000 Dogs Are On The Menu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 7:41 pm
  • Updated:June 22, 2016 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকার নাম করে হত্যালীলায় মেতেছে চিন৷ দিনের পর দিন মারা পড়ছে হাজার হাজার সারমেয়৷ আর তাদের মাংস দিয়েই তৈরি হচ্ছে সুস্বাদু খাবার৷ সভ্যতার এত বছর পরও চিনের এমন ‘অসভ্যতা’ মেনে নিতে পারছেন না সমাজসেবিরা৷ আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক৷

কুকুর হত্যা করে তাদের মাংস খাওয়ার চল চিনে নতুন কিছু নয়৷ শুধুমাত্র কুকুরের মাংসের রেসিপি সাজিয়ে প্রতিবারই ইউলিন উৎসব জমে ওঠে৷ আর প্রতিবারই সমালোচনার মুখে পড়ে এই উৎসব৷ কিন্তু তাতে কোনও হেলদোলই নেই স্থানীয়দের৷ বরং সমাজসেবিদের প্রতিবাদে রীতিমতো বিরক্ত তাঁরা৷ স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা তাঁরা তুলে দিতে পারেন না৷ তাঁদের খাওয়া-দাওয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে৷

Advertisement

এক সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি বছর প্রায় এক থেকে দু’কোটি কুকুরকে হত্যা করা হচ্ছে চিনে৷ এবারের উৎসবে এখনও পর্যন্ত মারা পড়েছে প্রায় ১০ হাজার সারমেয়৷ রেয়াত করা হয়নি পোষ্যদেরও৷ এই উৎসবের মাঝে বাড়ি থেকে কুকুর চুরি করে নিয়ে গিয়ে তাদের হত্যা করা হয়৷ বিতর্কিত এই কাণ্ডের প্রতিবাদ আগেও হয়েছে, এখনও হচ্ছে৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সমাজসেবিরা অনেকবার স্থানীয়দের বার্তা দিয়েছেন, সারমেয় সমাজের বন্ধু৷ উপকারী পশু৷ তাদের এভাবে মেরে ফেলা মানুষের সঠিক সিদ্ধান্ত নয়৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ কারণ চিন সরকার বিষয়টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ এর আগে উদ্যোগ নিয়ে কিছু কসাইখানা ও সারমেয় কেনা-বেচার বাজার বন্ধ করেছিল সরকার৷ কিন্তু তাতেও হত্যালীলা থামানো যায়নি৷ যদিও সমাজসেবিদের দাবি, সোশ্যাল মিডিয়ার সাহায্যে কুকুরপ্রেমীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ যা অদূর ভবিষ্যতে চিনের এই অসভ্যতা রুখে দিতে সাহায্য করবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ