Advertisement
Advertisement

তুষার ধসে পাকিস্তান ও আফগানিস্তানে মৃত শতাধিক

শুধু পূর্ব আফগানিস্তানেই মারা গিয়েছেন অন্তত ৫০ জন৷

Death toll in Afghanistan avalanche rises over 100
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 7:23 am
  • Updated:February 6, 2017 7:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার তুষারপাত ও ধসের কারণে পাকিস্তান ও আফগানিস্তানে মারা গিয়েছেন ১০০ জনের বেশি লোক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ দুই দেশের সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, পূর্ব আফগানিস্তানেই মারা গিয়েছেন অন্তত ৫০ জন৷ নিখোঁজ হয়েছেন  অন্তত ৩০ থেকে ৪০ জন৷ প্রাকৃতিক বিপর্যয়ের জেরেই এই দুর্ঘটনা৷

পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের রাজ্যপাল হাফিজ আবদুল কায়ুম জানিয়েছেন, রবিবার ভূমিধসে, হিমবাহের স্রোত ও তুষারপাতের কারণেই বরফের তলায় চাপা পড়ে মারা যান অন্তত ৫০ জন৷ খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷ সরকারি মুখপাত্র নাভিদ ফ্রোতান জানিয়েছেন, গত দু’দিনে বাদাখস্তান প্রদেশে তুষারধসে চাপা পড়ে মারা গিয়েছেন যথাক্রমে ১৯ জন ও  ১৭ জন৷ এই মুহূর্তে দুর্যোগের কারণে বাদাখস্তান প্রদেশের ১২ টি জেলা বিশ্বের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ সেখানে টেলি যোগাযোগ ও বিদ্যুত্‍ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এক ফুট বরফের তলায় রয়েছে রাজধানী কবুলও৷ কাবুলের জনজীবন ব্যাহত হচ্ছে৷ সরকারি অফিস, স্কুল, কলেজ, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ একই অবস্থা পাক অধিকৃত কাশ্মীরের চিত্রল ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জায়গায়৷ তুষার ধসে চিত্রলে অন্তত ১৪ জন মারা গিয়েছেন৷ ন’টি দেহ উদ্ধার করা গিয়েছে৷ কয়েকটি বাড়ি ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ