Advertisement
Advertisement
Donald Trump

নোংরা ওয়াশিংটনে সুবিচার হয় না! নির্বাচনে কারচুপির মামলা স্থানান্তর করার দাবি ট্রাম্পের

ওবামার নিযুক্ত করা বিচারক সুবিচার করবেন না, দাবি ট্রাম্পের।

Donald Trump calls Washington filthy, seeks to move trials in Virginia | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 7, 2023 1:08 pm
  • Updated:August 7, 2023 1:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানী ওয়াশিংটন (Washington DC) একেবারে নোংরা, কলুষিত। এখানে কোনওমতেই সুবিচার পাওয়া সম্ভব নয়। এহেন বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর বিরুদ্ধে মামলার বিচারের সমস্ত প্রক্রিয়া ওয়াশিংটন থেকে সরিয়ে দেওয়ারও আরজি জানিয়েছেন তিনি। এছাড়াও মামলার দায়িত্বে থাকা বিচারক বদলের আবেদন জানাবেন রিপাবলিকান নেতা। প্রসঙ্গত, নির্বাচনে কারচুপির অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবারই আদালতের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন প্রাক্তন প্রেসিডেন্ট। চলতি মাসেই মামলার শুনানি হবে। এহেন পরিস্থিততে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, “কোনও মতেই আমি এখানে সুবিচার পাব না। ওয়াশিংটন ডিসি আমাকে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার কাছাকাছিও পৌঁছতে পারবে না।” তার আগেই ট্রাম্প দাবি করেছেন, দেশের রাজধানী ওয়াশিংটন ডিসি আসলে নোংরা ও অপরাধপ্রবণ। 

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনে ৭০টি মিসাইল ছুঁড়ল রাশিয়া, মৃত অন্তত ৬, পালটা হামলা জেলেনস্কিরও]

পরে আরও পোস্ট করে ট্রাম্প বলেন, খুবই যুক্তিসঙ্গত কারণে এই মামলার বিচারপতি বদলের আবেদন জানানো হবে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barak Obama) নিযুক্ত করা বিচারপতি তানিয়া চুটকান কখনই ন্যায় বিচার করতে পারবেন না। ট্রাম্পের আইনজীবী বলেন, মার্কিন নাগরিকদের মতোই বৈচিত্র্যপূর্ণ বিচারব্যবস্থার সামনে এই মামলার শুনানি করতে হবে। পশ্চিম ভার্জিনিয়ায় এই মামলার বিচার করা যেতেই পারে। প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে হারলেও এই এলাকা থেকে ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন ট্রাম্প।

Advertisement

প্রসঙ্গত, নির্বাচনে কারচুপির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। ১) মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণার চক্রান্ত। ২) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়ার চক্রান্ত। ৩) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়া ও বাধা দেওয়ার চেষ্টা। ৪) অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। গত বৃহস্পতিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে গিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। তারপরেই বিচারপ্রক্রিয়াকে একহাত নিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী, ইন্ডিয়া জোটের নেতাদের মিষ্টি বিলি করলেন অধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ