Advertisement
Advertisement
Donald Trump

‘গুলি খেয়ে আরও বেশি ঈশ্বর বিশ্বাসী হয়েছি’, এক্স কর্তাকে বললেন ট্রাম্প

'ইজরায়েলের উপর কখনও হামলা হত না...', সাক্ষাৎকারে বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump interview with Elon musk
Published by: Amit Kumar Das
  • Posted:August 13, 2024 10:26 am
  • Updated:August 13, 2024 10:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিরাকেলই বটে। মাত্র এক চুল দুরত্বে সাক্ষাৎ মৃত্যুকে এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই মারণ হামলার এক মাস পর আতঙ্ক কাটিয়ে উঠলেও সেদিনের ঘটনা মনে পড়লে আজও শিউরে ওঠেন রিপাবলিকান নেতা। সম্প্রতি এক্স কর্তা এলন মাস্ককে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের ঘটনা স্মরণ করে ট্রাম্প বললেন, ‘আমি এমনিতেই ঈশ্বর বিশ্বাসী। তবে ওই ঘটনার পর আরও বেশি আস্তিক হয়ে উঠেছি।’

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। তাঁরই মাঝে এক্স হ্যান্ডেলে ট্রাম্পের একটি বিশেষ সাক্ষাৎকার নেন এক্স কর্তা এলন মাস্ক। স্থানীয় সময় সোমবার বিকেলে ট্রাম্পের সেই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচারও করা হয়। যেখানে উঠে আসে ট্রাম্পের উপর হামলার প্রসঙ্গ। মাস্কের প্রশ্নের উত্তরে ১৩ জুলাইয়ের সেই বিভীষিকা স্মরণ করে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাই গুলি চালানো হয়েছে। এটাও বুঝতে পারি বুলেট আমার কান ঘেঁষে চলে গিয়েছে। মাথা নিচু করে বসে পড়ার পর অনুভব করি, মাথার উপর দিয়েও বেরিয়ে গিয়েছে একটা বুলেট। জনসভায় লোকজন বুলেট বুলেট বলে চিৎকার করছিল।’ এর পরই ট্রাম্প বলেন, ‘এমনিতে আমি ঈশ্বর বিশ্বাসী। তবে সেই ঘটনার পর এখন আমি আরও বেশি আস্তিক হয়ে উঠেছি। সেদিন কোনও কারণে একটু এ দিক, ও দিক হলেই অন্য কিছু হতে পারত।’

Advertisement

[আরও পড়ুন: শেয়ারে বিরাট মুনাফা রাহুলের, গত পাঁচ মাসে কত লাভবান বিরোধী দলনেতা?]

উল্লেখ্য, গত ১৩ জুলাই বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডের সভায় ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়। অভিযুক্ত টমাস ক্রুকের ছোড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায়। ট্রাম্পকে লক্ষ্য করে দু’ টি গুলি পর পর ছুটে আসার পরই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক স্নাইপারের ছোড়া গুলিতে নিহত হন হামলাকারী। সেই ঘটনার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন আমেরিকার সিক্রেট সার্ভিসের প্রধান।

Advertisement

[আরও পড়ুন: নিজের রাইফেল থেকেই হঠাৎ ছুটে এল গুলি, উপত্যকায় মৃত পুলিশকর্মী]

নিজের উপর হামলার পাশাপাশি সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলতে থাকা অশান্ত পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলে হামলা ও ইরানের বাড়বাড়ন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন রাষ্ট্রপতি ছিলাম তখন ইরান জানত কোনও রকম খেলা খেললে তার ফল খারাপ হতে পারে। ইরান দেউলিয়া হয়ে পড়েছিল। সন্ত্রাস করার মতো অর্থ ওদের কাছে ছিল না। ফলে ইজরায়েলের উপর হামাসের হামলা কখনই হত না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ