ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এক সপ্তাহ আগে প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফিরেছেন। তার পর প্রথম নির্বাচনী জনসভা থেকে ডোনাল্ড ট্রাম্পের হুংকার, “গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি”। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের তাঁর খোঁচা, “ভোটে জিতে যে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁকেও সরিয়ে দিতে চাইছে সকলে।” উল্লেখ্য, দলীয় নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেও তাঁকে সরে দাঁড়ানোর কথা বলেছে দলের অধিকাংশ।
গত ১৩ জুলাই, শনিবার নির্বাচনী জনসভায় গিয়ে হামলার শিকার হন ট্রাম্প (Donald Trump)। দলীয় কর্মীর ছোঁড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় বর্ষীয়ান নেতার। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে ঘটনাস্থলেই খতম করে সিক্রেট সার্ভিসের অফিসাররা। তবে গুলি খাওয়ার পরেও ভেঙে পড়েননি ট্রাম্প। প্রাথমিক চিকিৎসা সেরেই তিনি নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। রিপাবলিকান প্রার্থী হিসাবে সরকারিভাবে তাঁর নাম ঘোষণাও হয়েছে চলতি সপ্তাহে।
তার পরে শনিবার মিশিগান প্রদেশে প্রচারে গিয়েছিলেন ধনকুবের। আহত হওয়ার পরে এটাই তাঁর প্রথম নির্বাচনী জনসভা। ১২ হাজার মার্কিন (USA) জনতার সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “আমি মোটেই চরমপন্থী নই। গত সপ্তাহে আমি গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি।” সেই সঙ্গে ট্রাম্পের খোঁচা, “ওরা তো নিজেরাই জানে না কে ওদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। একজন প্রচুর ভোট পেলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন। কিন্তু ভোটে জেতা সেই ব্যক্তিকেও এখন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে। এটাই ওদের গণতন্ত্র।”
বাইডেনকে খোঁচা দেওয়ার পাশাপাশি শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। মিশিগানের জনসভায় তিনি বলেন, ১৪০ কোটি মানুষকে বজ্রমুষ্ঠিতে চালনা করেছেন চিনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে বরাবরই সুইং স্টেট হিসাবে পরিচিত মিশিগান। আহত ট্রাম্পের জ্বালাময়ী ভাষণে কি সেখানে ফায়দা তুলতে পারবে রিপাবলিকানরা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.