Advertisement
Advertisement

পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করবেন ট্রাম্প

সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন অস্ত্র হাতে পাবে ভারত!

Donald Trump will clear bill to declare Pakistan a terror state, says Shalabh Kumar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 9:50 am
  • Updated:November 18, 2016 9:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বিল আনা হয়েছে মার্কিন কংগ্রেসে৷ সেটি তাঁর কাছে গেলে তাতে অনুমোদন দিয়ে দেবেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ প্রেসিডেন্ট ইলেক্টের ঘনিষ্ঠ উপদেষ্টা ও নামী ব্যবসায়ী সলভ কুমার বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন৷ তাঁর দাবি সত্যি হলে সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন অস্ত্র হাতে পাবে ভারত৷ ওই ইন্দো-মার্কিন ব্যবসায়ীর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের রসায়ন নিঃসন্দেহে অনেক বেশি হৃদ্যতাপূর্ণ হবে৷ ফলে ট্রাম্প জমানায় ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছবে৷
পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল এসেছিল কয়েক মাস আগেই৷ আমেরিকা থেকে ফোনে একটি ভারতীয় পত্রিকাকে সাক্ষাৎকারে সলভ কুমার জানিয়েছেন, বিলটি ট্রাম্পের কাছে গেলে ভাবী প্রেসিডেন্ট তা অনুমোদন করবেন বলেই ইঙ্গিত দিয়েছেন৷ উরিতে সেনাছাউনিতে জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবিরোধী পদক্ষেপ করতে পাকিস্তানের উপর চাপ বাড়ছে৷ সেই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য, সন্ত্রাস বিষয়ক হাউস সাব কমিটির চেয়ারম্যান টেড পো এবং ডানা রোহরাবাচের এই বিল আনেন৷ যেখানে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করতে প্রয়োজনীয় রিপোর্ট পেশ করতে বলা হয়েছে প্রশাসনকে৷
উচ্ছ্বসিত সলভ কুমার বলেন, “ভাগ্যের চাকা ঘুরছে৷ মোদির পাঁচশো, হাজার টাকা বাতিলের সাহসী সিদ্ধান্ত গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন৷” ছয়ের দশকে আমেরিকা গিয়ে ব্যবসা করে কোটিপতি হওয়া সলভ কুমারের দাবি, ভারত সম্পর্কিত বিষয়ে ট্রাম্পের টিম যথেষ্ট ওয়াকিবহাল৷ ভারত সরকারের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে৷ ট্রাম্পের জমানায় ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের কাজ হারানোর আশঙ্কাও খারিজ করে দিয়েছেন তিনি৷ উল্টে তাঁর মত, বার্ষিক ৪-৫ শতাংশ হারে মার্কিন অর্থনীতি বৃ‌দ্ধি পেলে পরিষেবা ক্ষেত্রও চাঙ্গা হবে৷ একইসঙ্গে চাহিদা বাড়বে ভারতীয় কর্মীদের৷
প্রচার পর্বে ভারত সম্পর্কে ট্রাম্পের ইতিবাচক মানসিকতার কথাও উল্লেখ করেন তিনি৷ তাঁর আশা, আগামী চার বছরে ইন্দো-মার্কিন বাণিজ্যের পরিমাণও বাড়বে৷ বৃ‌দ্ধি পাবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা৷ তবে মার্কিন লগ্নি বাড়াতে কর সংস্কার ও সহায়ক আইনি ব্যবস্থা গ্রহণে ভারতকে আরও পদক্ষেপ করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন৷ উল্লেখ্য, রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রতিষ্ঠাতা তথা এভিজি অ্যাডভান্সড টেকনোলজিসের মালিক সলভ কুমার ট্রাম্পের তহবিলে প্রায় ছ’কোটি টাকা অনুদান দিয়েছেন৷ বিজেপি ও আরএসএস নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement