Advertisement
Advertisement

Breaking News

যৌনতায় আসক্ত কচ্ছপই বাঁচাচ্ছে আগামী প্রজন্ম

১০০ বছরের এই দিয়েগোর বর্তমানে সন্তান সংখ্যা ৮০০৷

Entire species saved because of the sex-addiction of this Tortoise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 9:22 pm
  • Updated:September 14, 2016 9:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যিস চরিত্রটা খারাপ ছিল তার৷ তাই এ যাত্রায় বেঁচে গেল গোটা একটা প্রজাতি৷ এক মিটার লম্বা ও দেড় মিটার উচ্চতা বিশিষ্ট এই বিরল প্রজাতির কচ্ছপের প্রজনন ক্ষমতার জোরেই রক্ষা পেয়েছে গালাপাগোস দ্বীপের বাস্তুতন্ত্রের ভারসাম্য৷

দিয়েগোকে যখন সান দিয়েগো চিড়িয়াখানার কর্মীরা খুঁজে পেয়েছিলেন, প্রশান্ত মহাসাগরের গালাপাগোস দ্বীপের কচ্ছপের সংখ্যা ছিল মাত্র চোদ্দ৷ যার মধ্যে দু’জন মাত্র ছিল পুরুষ কচ্ছপ, আর বাকি ১২ জন মহিলা কচ্ছপ৷ কোনভাবেই ঠিকঠাকভাবে প্রজননক্রিয়া সম্পন্ন করা যাচ্ছিল না৷ ১৩ টন ওজনের দিয়েগোকে দ্বীপে ছাড়ামাত্রই বাড়তে শুরু করে বিরল প্রজাতির কচ্ছপদের সংখ্যা৷

Advertisement

কচ্ছপ মহাশয়ের সম্ভোগ ক্ষমতার দৌলতে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে এখন কচ্ছপের সংখ্যা ৫ হাজার ছুঁয়েছে৷ যার মধ্যে দিয়েগোর একারই ৮০০ সন্তানসন্ততি৷ এখনও তাকে একসঙ্গে ছয় মহিলা কচ্ছপ বেষ্টন করে রাখে৷ গোটা দ্বীপপুঞ্জে কচ্ছপের সংখ্যা ভারসাম্য রক্ষা করে যাচ্ছে ১০০ বছরের এই প্রাণী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ