Advertisement
Advertisement

Breaking News

ইউরোয় জঙ্গি হামলার আশঙ্কা, ফ্রান্সে হাই অ্যালার্ট

জনসাধারণ যাতে সন্ত্রাস হামলা অথবা অন্য কোনও বিষয়ে আশঙ্কার আগাম খবর পেয়ে যান, তার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে৷ বিনামূল্যে এই অ্যাপটি ইংরাজি ও ফরাসি ভাষায় স্মার্টফোন ইউজারদের অ্যালার্ট দেবে৷ আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তি ফ্রান্সের যে স্থানে থাকবেন, অ্যাপটি লোকেশন চিহ্নিত করে তাঁকে অ্যালার্ট মেসেজ পাঠাবে৷

Euro 2016: Terror Threats Force France to be on High Alert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 7:48 pm
  • Updated:June 8, 2016 8:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর দু’দিন৷ তারপরই শুরু হয়ে যাচ্ছে ইউরোর লড়াই৷ তবে তার ঠিক আগেই সন্ত্রাস হামলায় ত্রস্ত ফ্রান্স৷ গত বছর নভেম্বরেই জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল প্যারিসকে৷ রাতের ঘুম উড়েছিল শহরবাসীর৷ তা সত্ত্বেও ফ্রান্স থেকে ইউরোর আসর সরানো হয়নি৷ তবে ইউরো ২০১৬ শুরু হওয়ার আগের মুহূর্তে ফের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে৷ গোটা ফ্রান্স তো থাকছেই, তাছাড়া রোনাল্ডো, মুলার, ইনিয়েস্তাদের খেলা দেখতে দেশের বাইরে থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী ভিড় জমাবেন এখানে৷ সেই কারণে নিরাপত্তা আরও আঁটসাট করছেন
আয়োজকরা৷
জনসাধারণ যাতে সন্ত্রাস হামলা অথবা অন্য কোনও বিষয়ে আশঙ্কার আগাম খবর পেয়ে যান, তার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে৷ বিনামূল্যে এই অ্যাপটি ইংরাজি ও ফরাসি ভাষায় স্মার্টফোন ইউজারদের অ্যালার্ট দেবে৷ অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তি ফ্রান্সের যে স্থানে থাকবেন, অ্যাপটি লোকেশন চিহ্নিত করে তাঁকে অ্যালার্ট মেসেজ পাঠাবে৷
ইউরো চলাকালীন স্টেডিয়াম, হোটেল, ফ্যান জোনে হামলার সম্ভাবনা রয়েছে৷ সেই সব জায়গাগুলিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, গত সোমবার ইউক্রেন থেকে বিপুল অস্ত্র-সহ এক ফরাসিকে গ্রেফতার করা হয়েছে৷ তার থেকে জানা গিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন শহরের মসজিদে ও জনবহুল এলাকায় হামলার ছক কষেছিল জঙ্গিরা৷ যদিও ফরাসি পুলিশ এনিয়ে মুখ খোলেনি৷ তবে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ সুস্থ পরিবেশে ইউরো আয়োজনের সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ