Advertisement
Advertisement

Breaking News

১ বছরেই নিঃস্ব হলেন ৩০,০০০ কোটি টাকার মালকিন!

তরুণ মহিলা ব্যবসায়ী হিসেবে ফোর্বসের বিচারে মার্কিন মুলুকে তিনিই ছিলেন সবথেকে ধনী৷ কিন্তু বছর পেরতে না পেরতোই নিয়তির পরিহাস৷ এখন তিনি কপর্দকশূন্য৷

forbes-estimates-theranos-founders-net-worth-now-zero
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 6:41 pm
  • Updated:June 3, 2016 7:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩০,০০০ কোটি টাকা৷ তরুণ মহিলা ব্যবসায়ী হিসেবে ফোর্বসের বিচারে মার্কিন মুলুকে তিনিই ছিলেন সবথেকে ধনী৷ কিন্তু বছর পেরতে না পেরতেই নিয়তির পরিহাস৷ এখন তিনি কপর্দকশূন্য৷ আক্ষরিক অর্থেই তাঁর সম্পত্তির পরিমাণ শূন্য৷ এলিজাবেথ হোমসের এই ঘটনায়  তোলপাড় সারা বিশ্ব৷

কে এই এলিজাবেথ হোমস?  চিকিৎসা পরিষেবা কেন্দ্রে একটি কোম্পানি খুলেছিলেন তিনি৷ বাড়ি গিয়ে রক্তপরীক্ষা ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্টের কাজ করত তাঁর কোম্পানি৷ কোম্পানির শেয়ারের দাম ছিল আকাশছোঁয়া৷ অনেকে বিনিয়োগ করেছিলেন তাঁর কোম্পানিতে৷ পরিষেবায় উন্নত হওয়ায় কোম্পানি চলছিল ভালই৷ এই পরিসরেই ব্যক্তিগত বিনিয়োগ লাভের মুখ থেকে৷ ফলত মালকিন হিসেবে হোমসও প্রায় শিখরে পৌঁছেছিলেন৷ তাঁর সম্পত্তির পরিমাণও দাঁড়ায় তিরিশ হাজার কোটিতে৷ স্বনির্ভর ধনী মহিলা হিসেবে ফোর্বস তাঁকে সেরার সম্মান দেয়৷ কিন্তু ক্রমশ মূল বিনিয়োগ সরিয়ে নিতে থাকেন অনেকে৷ ‘পার্টিসিপেটিং পেফার্ড শেয়ার’ মডেলের বিপজ্জনক দিকের শিকার হয় হোমসের কোম্পানি৷ ফলে তাঁর কোম্পানির অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিচের দিকে পড়তে থাকে৷ একসময় তা দাঁড়ায় গিয়ে শূন্যতে৷ সে তথ্যও প্রকাশিত হয়েছে ফোর্বসেই৷

Advertisement

যদিও হোমসের তরফে জানানো হয়েছে, এ তথ্য সত্যি নয়৷ কেন না একটি প্রাইভেট কোম্পানি হিসেবে তাঁদের হিসেব নিকেশ গোপনই আছে৷ হোমসের দাবি, রটনা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উপর ভিত্তি করে এই খবর ছড়িয়েছে৷ সত্যি যাই হোক, এক বছরের মধ্যেই হোমসের এই ঘটনা বহু প্রাইভেট কোম্পানির কাছেই অশনিসঙ্কেত হয়ে দেখা দিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ