সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের মায়া বড় সাঙ্ঘাতিক! এক দিকে বেঁচে থাকতে সেই মায়া যেমন তাড়িয়ে বেড়ায়, অন্য দিকে মৃত্যুর পরেও কিন্তু পুরোপুরি রেহাই দেয় না।
না মানুষকে, না অশরীরীকে!
সেই বেঁচে থাকতে না পারার হিংসা থেকেই কি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে অশরীরীরা?
স্পষ্ট করে কিছু বলাটা বেশ মুশকিলের! এই নিয়ে বহু যুগ ধরে চর্চা চলছে এবং চলতেই থাকবে।
তবে, একেবারে নিচে যে ভিডিওটি দেখছেন, তা কিন্তু সন্দেহ জাগিয়ে দেয়। কেন না, ভিডিওয় ধরা দিয়েছে বেশ কিছু সিসিটিভি ফুটেজ।
কী আছে সেই সব সিসিটিভি ফুটেজে?
আছে, ভূতের অস্তিত্বের জলজ্যান্ত প্রমাণ! তাদের কেউ চুপচাপ বসে থাকে মানুষের পৃথিবীতে, কাছে কেউ এলে অদৃশ্য হয়ে যায়। কেউ বা আবার জ্বালিয়ে মারে চুপচাপ বসে থাকা মানুষকে। কখনও পা ধরে টেনে নিয়ে যায় হিড়হিড় করে। কখনও বা ধাক্কা দিয়ে মিলিয়ে যায় হাওয়ায়।
হাসি পাচ্ছে? পেতেই পারে!
আসলে, দেখা আর পড়ার মধ্যে একটা তফাত তো থাকেই! এখন আপনি পড়ছেন আর ভাবছেন, এই সবই বিক্রি বাড়ানোর জন্য সংবাদমাধ্যমের গাঁজাখুরি!
সেই জন্যই নিচে রইল এই ভিডিওটা! দেখলে নিজের চারপাশ এবং যা বাস্তব বলে এতদিন জেনে এসেছেন, তার সব কিছুতেই সন্দেহ জাগবে!