BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

বিশ্বের অন্যতম বিস্ময় গিজার পিরামিড কিঞ্চিৎ বাঁকা!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 24, 2016 3:38 pm|    Updated: June 24, 2016 3:38 pm

Great Pyramid of Giza is slightly lopsided

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা আমাদের বিস্মিত এবং অভিভূত করে রাখে, তার সব দিক থেকে যথাযথ হওয়াটাই নিয়ম! নিখুঁত হওয়ার নিয়মানুবর্তিতার মধ্যেই তো লুকিয়ে থাকে সৌন্দর্যের অন্যতম সংজ্ঞা!
সেই নিয়ম মেনেই যুগের পর যুগ আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে বিশ্বের আটটি আশ্চর্য সৌধ। গিজার বিখ্যাত পিরামিড চত্বরও সেই তালিকায় সগর্বে ধরে রেখেছে নিজের নাম।
গর্ব এখনও রয়েছে ঠিকই, তবে পাশাপাশিই গায়ে লাগল কলঙ্কের দাগও!

giza1_web
কী ব্যাপার? না, বিশ্বের অন্যতম বিস্ময় পিরামিড না কি কিঞ্চিৎ বাঁকা!
এটাও একটা বিস্মিত হওয়ার মতোই খবর বটে! এতগুলো বছর কেটে গেল, কেউ কোনও দিন এরকম কিছু খুঁত যে রয়েছে, তা টেরই পেল না?
টের অবশ্য না পাওয়ারই কথা! নেহাত গ্লেন ড্যাশ রিসার্চ ফাউন্ডেশন এবং অ্যানসিয়েন্ট ইজিপ্ট রিসার্ট অ্যাসোসিয়েটস্-এর গবেষকরা সম্প্রতি গিজার পিরামিড নিয়ে নতুন করে গবেষণা শুরু করেছেন বলেই খবরটা পাওয়া গেল!
গিজার পিরামিড যে সব সাদা পাথর দিয়ে গাঁথা হয়েছে, তার বেশির ভাগই এখন আর নেই! ফলে, একরকম ধ্বংসের মুখে পড়েছে শতাব্দীপ্রাচীন সৌধ। তাই গিজার পিরামিড নিয়ে শুরু হয়েছে নতুন করে গবেষণা।

giza2_web
আর, সেই গবেষণাতেই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, গিজার পিরামিডের পশ্চিম দিকটা পূর্ব দিকের চেয়ে সামান্য বেশি লম্বা! তফাতটা যদিও ইঞ্চিতে! তবে, গবেষকদের নজরে আসার পক্ষে যথেষ্ট!
গবেষকরা জানিয়েছেন, গিজার পিরামিডের পূর্ব দিকটার উচ্চটা ৭৫১.৫৬১-৭৫১.৮১৭ ফুট। কিন্তু, পশ্চিম দিকের উচ্চতা ৭৫৫.৮৩৩-৭৫৬.০২৪ ফুট!
হঠাৎ কেন এরকম অসামঞ্জস্য?
কারণ নিয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা। তাঁদের অনুমান, পিরামিড তৈরির সময়ে শ্রমিকদের কাজে ভুলই এরকম অসামঞ্জস্য তৈরি করেছে।
বিষয়টি নিয়ে আপাতত বিস্তারিত গবেষণা চলছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে