Advertisement
Advertisement

Breaking News

দাবানলের গ্রাসে গ্রিস, ছ’মাসের শিশু-সহ মৃত্যু অন্তত ২০ জনের

আহত শতাধিক।

Greece wildfire kills at least 20 near Athens
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2018 1:01 pm
  • Updated:July 25, 2018 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে গ্রিস। এখনও পর্যন্ত আগুনের জেরে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক। রাজধানী এথেন্স থেকে ১৮ মাইল দূরে অবস্থিত ম্যাটি গ্রামের বনাঞ্চলে লাগে আগুন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে আগুন নেভাতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে গ্রিস সরকার।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ম্যাটি গ্রামে পর্যটকদের ভিড় লেগেই থাকে। দাবানলের জন্য অনেক পর্যটকও এলাকায় ফেঁসে রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশের মৃত্যু ধোঁয়ার কারণে দমবন্ধ হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ছ’মাসের এক শিশুও রয়েছে। ধোঁয়ার জন্যই মৃত্যু হয়েছে শিশুটির। মৃতদের মধ্যে অনেকেই ঘরের ভিতরে ছিল বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৬ শিশু ও নাবালক-নাবালিকা রয়েছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে আগুন দেখে পর্যটকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সমুদ্রপথে প্রায় ১০ জন পর্যটক পালাবার চেষ্টা করেন। সেখানে আবার বিপাকে পড়েন। তাঁদের উদ্ধার করা হয়েছে।

Advertisement

[গুলশন হামলায় রাজীব গান্ধী-সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দায়ের ]

Advertisement

কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আপৎকালীন পরিস্থিতির জন্য সরকারি সফর বাতিল করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। তিনি বলেন, ‘একটা অসম পরিস্থিতির সঙ্গে লড়াই করছি আমরা। সমস্ত শক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আরও যা যা করা দরকার সব করব এই পরিস্থিতি মোকাবিলা করতে।’ জানা গিয়েছে, গ্রিসের বিপর্যয় মোকাবিলা বাহিনির কয়েকশো কর্মী আগুন নেভানোর কাজে নিযুক্ত। কিন্তু পরিস্থিতি অনুকূল এখনও নয়। এর জন্য আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে গ্রিস সরকারের পক্ষ থেকে। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই গ্রাম ছেড়ে পালিয়েছেন। এখনও অনেকে আটকে রয়েছেন বলে খবর।

 

[দিল্লির উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরে ঘাঁটি মজবুত করছে লাল চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ