Advertisement
Advertisement

Breaking News

Pakistan Attack

পাকিস্তানের ‘চিনা’ বন্দরে বালোচ হামলা, পালটা মারে নিকেশ দুই বিদ্রোহী

গুলিবৃষ্টি, বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বন্দরটি।

Gunmen attack Gwadar port in Pakistan, 2 neutralized

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 20, 2024 6:40 pm
  • Updated:March 20, 2024 8:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বন্দরে জঙ্গি হামলা। আরব সাগরের তীরে গোদার বন্দরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। পাক পুলিশের পালটা হামলায় নিকেশ হয়েছে দুই জঙ্গি। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহী সংগঠন। প্রসঙ্গত, আরব সাগরে তেল আমদানি-রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর। চিনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্তর্ভুক্ত বন্দরে ব্যাপক উন্নয়নও হয়েছে গত কয়েক বছরে। 

জানা গিয়েছে, বুধবার বিকেলে গোদার বন্দরে (Gwadar Port) এলোপাথাড়ি গুলি চালাতে থাকে কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে অবশ্য বন্দুকবাজদের পরিচয় বোঝা যায়নি। হামলার খবর পেয়েই বন্দরে পালটা অভিযান শুরু করে পাকিস্তানের স্থানীয় নিরাপত্তা বাহিনী। সেই সময়ে একের পর এক বিস্ফোরণও ঘটায় জঙ্গিরা। শেষ পর্যন্ত পাক নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকায় ফের অপহৃত ভারতীয় ছাত্র! কিডনি বেচার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি ড্রাগ মাফিয়াদের]

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি। পাকিস্তানের একাধিক এলাকায় বারবার হামলা চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যদিও পাকিস্তানের তরফে গোটা ঘটনা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। গোদার বন্দর পুরোপুরিভাবে জঙ্গিদের কবল থেকে উদ্ধার করা গিয়েছে কিনা, তাও এখনও পরিষ্কার নয়।

Advertisement

প্রসঙ্গত, আরব সাগরের তীরে এই গোদার বন্দরটি চিনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের (Belt and Road) অন্তর্ভুক্ত। বন্দরের উন্নয়নেও বিপুল বিনিয়োগ করেছে শি জিনপিংয়ের প্রশাসন। বালোচিস্তানে প্রবল অশান্তি, জঙ্গি হামলা সত্ত্বেও এই বন্দরের উন্নয়ন হয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে। যদিও এই প্রকল্পের তীব্র প্রতিবাদ করেছে বালোচিস্তানের স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো। তার জেরে একাধিকবার পাক জঙ্গিদের হামলার মুখেও পড়েছেন চিনা (China) আধিকারিকরা। এবার ‘চিনা’ বন্দরেও হামলা চালাল বালোচ জঙ্গিরা। তবে এখনও সরকারিভাবে দায় স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠীটি।

[আরও পড়ুন: ‘ইউক্রেন যুদ্ধে যদি পুতিন জিতে যান তাহলে…’ কোন আশঙ্কার কথা শোনাল আমেরিকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ