সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইরান! ইহুদি দেশটির উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। এমনটাই খবর নিউইয়র্ক টাইমস সূত্রে।
মার্কিন সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক, গাজার জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর হত্যার বদলা নিতেই এই পদক্ষেপ খামেনেইর। উল্লেখ্য, গত মঙ্গলবার তেহরানে নিজের বাড়িতে গুপ্তঘাতকের হাতে প্রাণ দেয় হানিয়েহ। খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার।
এদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি সূত্রে খবর, তেহরানে হানিয়েহ শেষকৃত্যের প্রার্থনায় নেতৃত্ব দেবেন খমেনেই। তার পরই নাকি ‘ইহুদি শয়তান’দের সবক শেখানো হবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, তেল আভিভ ও হাইফায় আক্রমণের নীল নকশা তৈরি করে ফেলেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েই নাকি আসন্ন যুদ্ধের ঘুঁটি সাজানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় হামাস। তার পর থেকেই গাজায় রক্তক্ষয়ী লড়াই চলছে জঙ্গি সংগঠনটির সঙ্গে ইজরায়েলি ফৌজের। কিন্তু এই যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে বড় আকার নিচ্ছে। হামাসকে সমর্থন করে ইজরায়েলের বুকে হামলা চালাচ্ছে লেবাননের হেজবোল্লা। ইরানের মদতে সক্রিয় ইয়েমেনের হাউথিরাও। পালটা মার দিচ্ছে ইহুদি দেশটিও। এবার ইজরায়েলে সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চলেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে আরেক ভয়ংকর যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। এবারেও তেল আভিভের পাশে দাঁড়াতে পারে আমেরিকা। ফলে গাজা যুদ্ধকে বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দিতে হামাসের যে ষড়যন্ত্র সেটাই কী সফল হবে? এর উত্তর সময়ই দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.