Advertisement
Advertisement

মুম্বইয়ের ‘জিন্না হাউস’ ফেরত চাই, দাবি ইসালামাবাদের

পাকিস্তানের এই দাবির আদেও কি কোনও যুক্তি আছে?

‘Handover Jinnah House’, demands Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 1:54 pm
  • Updated:December 23, 2019 3:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা রঙের বাংলোটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে মুম্বইয়ের মালাবার হিল এলাকায়। এতদিনে পাকিস্তানের টনক নড়েছে। কারণ তার নাম ‘জিন্না হাউস’। স্বাধীনতার আগে যা বসত বাড়ি ছিল পাকিস্তানের কায়েদ-ই-আজমের। সেই বাড়িই এখন ফেরত চায় পাকিস্তান। কারণ বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোধার সাম্প্রতিক দাবি।

[পাকিস্তানে ফিদায়েঁ হামলা, মৃত অন্তত ২২]

Advertisement

কিছুদিন আগেই লোকসভায় পাশ হয়েছে শত্রু সম্পত্তি আইনের সংশোধনী। যাতে বলা হয়েছে দেশভাগের সময় ভারত ছেড়ে তখনকার পূর্ব বা পশ্চিম পাকিস্তানে যাঁরা চলে গিয়েছিলেন, তাঁদের বা তাঁদের বৈধ উত্তরাধিকারীদের ভারতে থেকে যাওয়া সম্পত্তিতে আর কোনও  অধিকার থাকবে না। লোধা দাবি করেন, তাহলে বহু বছর ধরে মুম্বইয়ে পড়ে থাকা ‘জিন্না হাউস’টি ধ্বংস করে দেওয়া হোক। তার বদলে সেখানে এমন কিছু গড়ে তোলা হোক যা মহারাষ্ট্রের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরবে।

Advertisement

[হিউজ স্মৃতি উসকে ফের মাঠে গুরুতর চোট পেলেন ক্রিকেটার]

এরপরই টনক নড়ে ইসলামাবাদের। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিজ জাকিরা বলেন, পাকিস্তানের মালিকানার মর্যাদা দেওয়া উচিত ভারত সরকারের। আমরা আশা করব ভারত সরকার এই সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকভাবে পালন করবে। পাকিস্তান নাকি এর আগেও বহুবার এই বাড়ির দায়িত্ব নিতে চেয়েছে। ভারত সরকার তা মানেনি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, ভারতের উচিত এই ঐতিহ্যবাহী বাড়িটির দায়িত্ব পাক সরকারের হাতে তুলে দেওয়া।  তবে পাকিস্তানের এই দাবির কোনও যুক্তি নেই বলেই মনে করছেন অনেকে।

[কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ