Advertisement
Advertisement

ট্রাম্পের কেচ্ছার খবর দিলে মিলবে ৬৫ কোটি, ঘোষণা বিজ্ঞাপনে

এমন ঘোষণা কে করলেন? কেনইবা করলেন?

Help impeach Donald Trump, get $10 million from Larry Flint
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2017 9:44 am
  • Updated:September 26, 2019 6:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মসনদে বসেছেন বটে তবে এখনও অনেকেরই অপছন্দের পাত্র তিনি৷ অবশ্য পছন্দের পাত্র হওয়ার চেষ্টাও করেননি ডোনাল্ড ট্রাম্প৷ হঠকারিতার জন্য মার্কিন প্রেসিডেন্টের শত্রুর সংখ্যা বেড়েছে বই কমেনি৷ এরই প্রমাণ মিলল সম্প্রতি৷ ট্রাম্পের কেচ্ছার হদিশ দিতে পারলে প্রায় ৬৫ কোটি টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রখ্যাত পর্ন ম্যাগাজিনের প্রকাশক ল্যারি ফ্লিন্ট৷ রীতিমতো বিজ্ঞাপন দিয়ে একথা ঘোষণা করেছেন তিনি৷ তাও আবার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মতো খবরের কাগজে৷

ক্লিক করে দেখুন সেই বিজ্ঞাপন-

Advertisement

[মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, গুলি চলল ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে]

রবিবার এই চাঞ্চল্যকর বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে৷ তাও আবার গোটা পাতা জুড়ে৷ কোনও ছবি দেওয়া হয়নি তাতে৷ কেবল বড় বড় হরফে ট্রাম্পের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ফ্লিন্ট৷ ট্রাম্পকে ‘অবৈধ’ রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন তিনি৷ জানিয়েছেন, ‘কিছু পুরনো ধ্যানধারণার মানুষের জন্যই গদিতে রয়েছেন ট্রাম্প৷ তাঁর অপরিণামদর্শিতার ফলেই ঘরে-বাইরে আমেরিকার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে৷’ এর প্রমাণ হিসেবে এফবিআই ডিরেক্টর ডেমস কমির অপসারণ ও প্যারিস চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে আসার ঘটনা তুলে ধরেন তিনি৷ বাকি তিন বছর ট্রাম্প থাকলে আমেরিকার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে৷ তাই ফ্লিন্ট এমন তথ্য চেয়েছেন যাতে ট্রাম্পকে গদিচ্যুত করা যায়৷ যৌন কেলেঙ্কারি, আর্থিক বেনিয়ম, রাশিয়ার সঙ্গে গোপন আঁতাত, স্বজনপোষণ- যে কোনও এমন তথ্য যাতে ট্রাম্পকে এখনই মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া যায় দিলেই মিলবে ১০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা৷ তথ্য দেওয়ার জন্য বিজ্ঞাপনে একটি টোল ফ্রি নম্বর ও মেল আইডি-ও দেওয়া হয়েছে৷

[সোমালিয়ার ইতিহাসে নৃশংসতম জঙ্গি হামলায় মৃত অন্তত ২৭৬]

কীভাবে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মতো সংবাদপত্রে এমন বিজ্ঞাপন দেওয়া হল? এ প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি৷ তবে শোনা গিয়েছে, রবিবারের এই সংখ্যাটি রমরমিয়ে বিক্রি হয়েছে মার্কিন মুলুকে৷ বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি ফ্লিন্টকে৷ তবে টেলিফোনে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, একজন দেশপ্রেমিক হিসেবে এটা তাঁর কর্তব্য ছিল৷ ট্রাম্পের মতো মানুষের মার্কিন মসনদে বসার কোনও অধিকারই নেই৷ অবশ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

[সিওল-ওয়াশিংটন যৌথ মহড়ার আগেই ক্ষেপণাস্ত্র ছুড়বেন কিম?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement