Advertisement
Advertisement
Adani

আদানির বিতর্কিত সংস্থায় স্টেক সেবি প্রধানের! ফের বিস্ফোরক হিন্ডেনবার্গ

অভিযোগ সত্ত্বেও আদানিদের বিরুদ্ধে সেবি কোনও ব্যবস্থা নেয়নি, তোপ হিন্ডেনবার্গের।

Hindenberg report on Sebi stake in Adani company
Published by: Anwesha Adhikary
  • Posted:August 10, 2024 11:40 pm
  • Updated:August 10, 2024 11:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেবি চেয়ারপার্সনের স্টেক ছিল আদানি গোষ্ঠীর বিতর্কিত সংস্থায়! ফের বিস্ফোরক দাবি করল হিন্ডেনবার্গ। মার্কিন সংস্থাটির আরও দাবি, একাধিক রিপোর্ট এবং অভিযোগ থাকা সত্ত্বেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সেবি। হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট অনুযায়ী, আদানি গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থায় স্টেক ছিল সেবি প্রধান মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচের।  

গত বছর জানুয়ারিতে মার্কিন শর্টসেলার সংস্থা দাবি করে, নিজেদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা (Adani Group)। মোদি জমানায় আদানি গোষ্ঠীর উত্থানে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দেয় হিন্ডেনবার্গ রিসার্চ। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করতে পড়তে থাকে আদানিদের শেয়ারের দাম। হিন্ডেনবার্গের রিপোর্টেই বলা ছিল, এর জেরে আদানি গোষ্ঠীর ৮৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত সেই পূর্বাভাস মিলেও যায়। 

Advertisement

[আরও পড়ুন: ‘জানি, আমাকেও নৃশংসভাবে মরতে হবে’, অপরাধ নিয়ে অকপট সুবোধ সিং!]

সেই রিপোর্টকে কাঠগড়ায় তুলেই জুলাই মাসে হিন্ডেনবার্গ গোষ্ঠীকে শোকজ নোটিস পাঠিয়েছে সেবি।তাদের তরফে বলা হয়েছে, আদানিদের নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে সেবির বেশ কিছু কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করা হয়েছে। প্রিভেনশন অফ ফ্রড্যুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাক্টিস রেগুলেশন এবং রিসার্চ অ্যানালিস্ট রেগুলেশন- সেবি আইনের এই দুই ক্ষেত্র লঙ্ঘিত হয়েছে বলেই শোকজ নোটিসে উল্লেখ করা হয়। যদিও সেবির এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল মার্কিন সংস্থা। 

Advertisement

এবার সরাসরি সেবির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনল হিন্ডেনবার্গ। তাদের দাবি, বারমুডা এবং মরিশাসের দুটি সংস্থায় গুপ্ত শেয়ার রয়েছে সেবি প্রধান এবং তাঁর স্বামীর। এছাড়াও নানা মহল থেকে অভিযোগ পাওয়া সত্ত্বেও আদানিদের বিরুদ্ধে সেবি কোনও ব্যবস্থা নিচ্ছে না। তবে এমন অভিযোগের প্রেক্ষিতে সেবির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

[আরও পড়ুন: RG Kar হত্যাকাণ্ড: মোবাইলে ভর্তি নীল ছবি, মদের নেশায় চুর! কীভাবে গ্রেপ্তার অভিযুক্ত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ