Advertisement
Advertisement
ইমরান খান

মোদির পথেই হাঁটলেন ইমরান, কর ফাঁকি রুখতে তৎপর পাক সরকার

কালো টাকার কারবারিদের কড়া বার্তা পাক প্রধানমন্ত্রীর৷

Imran Khan follows PM Modi's footsteps, warns country's non-tax payers
Published by: Tanujit Das
  • Posted:June 10, 2019 1:17 pm
  • Updated:June 11, 2019 12:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথেই হাঁটলেন ইমরান খান৷ সোমবার জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে, দেশবাসীকে যথাযথ কর জমা করার অনুরোধ করলেন পাক প্রধানমন্ত্রী৷ বার্তা দিলেন, আর্থিক ভাবে কাঙাল হয়ে যাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড় করাতে কর ফাঁকি দেওয়া বন্ধ করবে সরকার৷ যারা কর ফাকি দেবে, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে ইসলামাবাদ৷

[ আরও পড়ুন: ষড়যন্ত্রকারী সেনাকর্তাকে রাক্ষুসে মাছ পিরানহা ভরতি পুকুরে ফেললেন কিম ]

Advertisement

এদিনের ভাষণে পাক নাগরিকদের সরকারের ‘অ্যাসেট ডিক্লেয়ারেশন স্কিমে’র আওতাভুক্ত হওয়ার আহবান জানান ইমরান খান৷ তাঁরা যাতে নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত সঠিক তথ্য সরকারের কাছে জমা করে, দেশবাসীর কাছে সেই অনুরোধ করেন তিনি৷ স্পষ্ট বার্তা দেন যে, আগামী দিনে বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করবে সরকার৷ কোনও মতেই বরদাস্ত করা হবে না কালোবাজারি৷এদিনের ভাষণে পাক প্রধানমন্ত্রী জানান, ‘‘পাকিস্তান এমন একটা দেশ, যাঁরা সেবামূলক খাতে বেশি টাকা দেয় কিন্তু কর কম নেয়৷ দেশের সমৃদ্ধির জন্য নিজেদের পরিবর্তন করা প্রয়োজন৷’’ আগামিকালই পাক সংসদে প্রথমবারের জন্য বাজেট পেশ করতে চলেছে ইমরান খানের সরকার৷ সূত্রের খবর, এই বাজেটে পাক নাগরিকদের উপর বাড়তি করের বোঝা চাপাতে পারে ইসলামাবাদ৷ কালো টাকা উদ্ধারে ও বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিতে পারে সরকার৷

Advertisement

[ আরও পড়ুন: ৬০ জনকে খুন! অপরাধ জগতের ভয়ংকরতম খুনিকে দেখে শিউড়ে উঠছেন গোয়েন্দারা ]

২০১৪-তে কেন্দ্রের ক্ষমতায় এসে ঠিক এভাবেই করদাতাদের কর দেওয়ার বিষয়ে উৎসাহ দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এজন্য একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে সরকার৷ জিএসটি প্রনয়ণ করা হয়েছে৷ কালো টাকার কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার নোটও বাতিল করেছে নয়াদিল্লি৷ যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে দেশে৷ সোমবার ইমরান খানের ভাষণ শুনে অনেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পদক্ষেপগুলিকেই মনে করিয়েছেন৷ তাঁদের মতে, এবার মোদির পদাঙ্কই অনুসরণ করলেন পাক প্রধানমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ