Advertisement
Advertisement

Breaking News

সিন্ধু চুক্তি বাতিল করতে পারবে না ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

যদি ভারত এ চুক্তি বাতিল করে তবে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে পাকিস্তান, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷

India can't unilaterally separate itself from the treaty says Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 4:29 pm
  • Updated:September 28, 2016 12:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে বুলেটের জবাব সিন্ধুর জল নিয়ন্ত্রণ করে দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ গতকালই তাঁর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় পর্যালোচনা করা হয়েছে৷ সেই প্রেক্ষিতেই মোদি জানিয়েছিলেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না৷ প্রত্যুত্তরে পাকিস্তানের তরফে জানিয়ে দেওয়া হল, ভারত চাইলেও একতরফা ভাবে চুক্তি বাতিল করতে পারবে না৷

১৯৬০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই সিন্ধু চুক্তির উপর ভিত্তি করেই পাকিস্তানের চাষাবাদ নির্ভর করছে৷ বাঁধ তৈরির বিকল্প ব্যবস্থা না করে জল নিয়ন্ত্রণ করলে বিপাকে পড়তে পারে ভারতও৷ ফলত এই চুক্তি নিয়ে বেশ ধন্দ খোদ ভারতেই৷ সেই ব্যাপারেই পর্যালোচনা করতে গতকাল এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী৷ তারপরই তিনি ইঙ্গিত দিয়েছিলেন জল নিয়ন্ত্রণ নিয়ে৷ প্রধানমন্ত্রীর সেই কথার জবাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানান, ভারত চাইলেও একতরফা চুক্তি বাতিল করতে পারে না৷ যদি ভারত এ চুক্তি বাতিল করে তবে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে পাকিস্তান, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷

Advertisement

বস্তুত এই চুক্তি বাতিল হলে দুই দেশই সমস্যায় পড়বে৷ সিন্ধুর জল নিয়ে সেক্ষেত্রে বাধা দিতে পারে চিনও৷ তাই অনেক পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে ভারত৷ চুক্তি বাতিল করার কথা সরসরি ঘোষণা না করলেও প্রধানমন্ত্রীর কথাতে জল চুক্তির কিছু ধারা নিয়ন্ত্রণের বার্তা দেওয়া ছিল৷ তার জবাবই দেওয়া হল পাকিস্তানের তরফে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ