Advertisement
Advertisement

Breaking News

ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে চিনা পরমাণু সাবমেরিন

করাচিতে কী করছে ০৯৩ হান ক্লাসের সাবমেরিন?

India concerned over the presence of Chinese nuclear submarine in Karachi Port
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 5:05 pm
  • Updated:January 6, 2017 5:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিনা ড্রাগন৷

ভারত মহাসাগরের উপর আধিপত্য কায়েম করতে নয়া পন্থা অবলম্বন করল চিন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্বেগ বাড়িয়ে এবার পাকিস্তানের করাচি বন্দরে দেখা মিলল চিনা পরমাণু সাবমেরিনের৷ গুগল আর্থে দেখতে পাওয়া গেল হাড় হিম করা সেই ছবি৷ ভারতের উপর চাপ সৃষ্টি করতেই লালফৌজের এই পদক্ষেপ, দাবি সামরিক বিশেষজ্ঞদের৷

Advertisement

(পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করব, প্রকাশ্যেই জানাল চিন)

ভারতের জলসীমার কাছে দাঁড়িয়ে থাকা এই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটিতে রয়েছে বিভিন্ন ধরনের শক্তিশালী টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র৷ পারমাণবিক শক্তিচালিত হওয়ায় এই ধরনের ডুবোজাহাজের ক্ষমতা অপরিসীম৷ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সাবমেরিন সমুদ্রের নিচে প্রায় গোটা বিশ্বে টহল দিতে পারে৷ কোনও রেডার বা সনার-এ এই রণতরী ধরা পড়বে না৷ জলের তলায় যে কোনও জায়গায় এই পারমাণবিক রণতরী ঘাপটি মেরে থাকতে পারদর্শী৷

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গতবছরের মে মাসে তোলা গুগল আর্থের একটি ছবি ওই চিনা সাবমেরিনটিকে পাকিস্তানের করাচি বন্দরে টহল দিতে দেখা গিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এটি একটি টাইপ ০৯৩ হান ক্লাসের সাবমেরিন৷ ২০১৬-র ডিসেম্বরে নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা জানান, ভারত মহাসাগরে চিনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজর রাখছে নৌসেনা৷

(অত্যাধুনিক ‘সুখোই-৩৫’ কিনে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চিন)

পাকিস্তান এবং চিনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতকে চিন্তায় ফেলেছে৷ গতবছর, পাক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়, চিনের থেকে ৮টি ইউয়ান ক্লাস সাবমেরিন কিনতে চলেছে ইসলামাবাদ৷ এই পরিস্থিতিতে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল গদর বন্দরে চিনা যুদ্ধজাহাজের উপস্থিতি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা৷ কারণ, এই বন্দরের মাধ্যমে ভারতে যে কোনও সময় হামলা চালাতে পারে বেজিং৷

(চিন পরমাণু হামলা চালালে পাল্টা বেজিংকে শ্মশান করে দেবে ‘অগ্নি-৫’)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ