Advertisement
Advertisement

Breaking News

লাহোরে ভারত বিরোধী মিছিলে হাফিজ, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি নয়াদিল্লির

প্রকাশ্যে পাক দ্বিচারিতা৷

 India slams Pakistan against Hafiz Saeed's anti-India rally in Lahore
Published by: Tanujit Das
  • Posted:February 9, 2019 4:14 pm
  • Updated:February 9, 2019 11:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাশ্মীর সংহতি দিবসে’ লাহোরের রাস্তায় প্রকাশ্যে ভারত বিরোধী মিছিল করতে দেখা গিয়েছে জামাত প্রধান হাফিজ সইদকে৷ যুবদের উদ্দেশে আবারও উসকানিমূলক বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে তাকে৷ এই ঘটনাকে হাতিয়ার করে এবার পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াল ভারত৷ হাফিজ সইদের উসকানিমূলক বক্তব্যের তথ্য-প্রমাণ পেশ করে পাক হাই কমিশনকে কড়া হুঁশিয়ারি দিল নয়াদিল্লি৷ বিষয়টি রাষ্ট্রসংঘের নজরে আনারও ইঙ্গিত দিয়ে রাখলেন বিদেশমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা৷ এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে, মুখে সন্ত্রাসে মদতের কথা অস্বীকার করলেও, ওই পথ থেকে কোনওদিনই সরে আসতে পারবে না পাকিস্তান৷ এমনই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷

[মার্কিন সহায়তায় অভেদ্য বর্মে ঢাকা পড়ছে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বিমান ]

Advertisement

বিদেশমন্ত্রক সূত্রে খবর, ঘটনার প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত পাক হাই কমিশনে একটি চিঠি পাঠানো হয়েছে৷ যেখানে বলা হয়েছে, ‘অস্বীকার করা সত্ত্বেও যেভাবে পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করে যাচ্ছে, সে দেশের মাটিতে যেভাবে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে এবং ভারত বিরোধী ষড়যন্ত্র করে চলেছে, এর তীব্র প্রতিবাদ করছে বিদেশমন্ত্রক৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তান যে প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে পাকিস্তানের এই পথ থেকে সরে আসা উচিত৷ ওই দেশের মাটিতে জঙ্গিবাদের বীজবপণ করা বন্ধ করুক পাকিস্তান৷’

Advertisement

[৯ মাসের মধুচন্দ্রিমা! বিশ্বভ্রমণের ছবি দিয়ে নেটদুনিয়ায় জনপ্রিয় মার্কিন দম্পতি]

গত ৫ ফেব্রুয়ারি লাহোরে ওই বিতর্কিত মিছিল বের করে হাফিজের অনুগামীরা৷ মিছিল শেষে সেখানে বক্তব্য পেশ করে জঙ্গি হাফিজ৷ ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে৷ উসকানিমূলক বক্তব্য পেশ করে সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে৷ যেকোনও ভাবে ভারতকে পরাস্ত করার ডাক দেয় এই জঙ্গি নেতা৷ ভারতের মাটিতে ২৬/১১ হামলার মূলচক্রী ছিল এই হাফিজ সইদ৷ দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী ষড়যন্ত্রে যুক্ত সইদ৷ তার বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত৷ কিন্তু এখনও সইদকে পাকড়াও করার কোনও সদিচ্ছা দেখায়নি পাক সরকার৷ বদলে, তাকে নিরাপত্তা দিয়েছে তারা৷ প্রকাশ্যে তাকে ভারত বিরোধী বক্তব্য পেশ করার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ৷ সইদকে ইতিমধ্যে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে আমেরিকা ও রাষ্ট্রসংঘ৷ তার মাথার দাম ধার্য হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ