Advertisement
Advertisement

বিলাসবহুল ক্রুজে ভারতীয়দের অসভ্যতা! লজ্জায় দরজা আঁটলেন মহিলারা

অভিযোগের তির 'কমলা পসন্দ'-এর এক হাজার কর্মীর দিকে৷

Indian Gutkha company employees hijacked luxury Australian cruise
Published by: Tanujit Das
  • Posted:October 4, 2018 9:17 pm
  • Updated:October 4, 2018 9:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুটাখা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ‘কমলা পসন্দ’-এর এক হাজার কর্মী বিলাসবহুল একটি অস্ট্রেলিয়ান ক্রুজে যা করল, তা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি সেদেশের বাসিন্দারা৷ অনেকে বলছেন, এই ঘটনা ভারতীয় হিসাবে সকলের মাথা নিচু করে দিতে বাধ্য৷ ব্যাভিচারিতার সমস্ত মাত্রাকেই নাকি ছাপিয়ে গিয়েছেন তারা৷ একটাই অসভ্যতা করেছেন যে, ক্রুজের অন্যান্য যাত্রীরা নিজ নিজ ঘরে গিয়ে দরজা এঁটেছিলেন৷

[টার্গেটে রয়েছে বায়ুসেনা ঘাঁটি! এস-৪০০ মিসাইল আতঙ্কে ভুগছে পাকিস্তান]

Advertisement

কী করলেন কমলা পাসান্দের এক হাজার কর্মী? উত্তর দিতে গিয়ে শিউড়ে উঠছেন ক্রুজের অন্যান্য যাত্রীরা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সহযাত্রী জানান, প্রথমত বাইরে থেকে মহিলা নিয়ে ক্রুজে প্রবেশ করেন কমলা পসন্দের কর্মীরা৷ স্বল্পবস্ত্রের সেই সমস্ত মহিলার সঙ্গে ত্রুজের মধ্যে প্রকাশ্যে অসভ্যতা করতে শুরু করেন তারা৷ প্রকাশ্যেই যৌনতায় লিপ্ত হন তাদের সঙ্গে, কার্যত অর্ধনগ্ন অবস্থায় সমগ্র ক্রুজে ঘুরতে থাকেন এক হাজার কর্মী ও ওই মহিলারা৷ এখানেই শেষ নয়, ক্রুজের অন্যান্য যাত্রীদের সঙ্গেও অসভ্যতা করতে থাকেন ওই কর্মীরা৷ মহিলাদের বিরক্ত করতে থাকেন৷ অনুমতি না নিয়ে তাঁদের ছবি ক্যামেরায় তুলে রাখেন৷ বচসায় জড়ান পুরুষ যাত্রীদের সঙ্গে৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্রুজে কার্যত অরাজকতার পরিবেশ তৈরি করেন ওই ভারতীয়রা৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, নিজ নিজ ঘরে গিয়ে রেহাই পান মহিলারা৷

Advertisement

[NGO-র হাত দিয়ে টাকা যাচ্ছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের হাতে]

এখানেই শেষ নয়, ক্রুজের মধ্যে রাখা জায়ান্ট স্ক্রিনে বিদেশি সিনেমার বদলে সংস্থার বিজ্ঞাপন চালিয়ে দেন তাঁরা৷ জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ওই ক্রুজের মালিকানাধীন সংস্থা ব়য়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল৷ ক্রুজটির অন্যান্য যাত্রীদের টিকিটের মূল্যও ফেরত দিয়ে দিয়েছেন তাঁরা৷ ক্ষমাও চেয়েছেন৷ পরবর্তী সময়ে এমন ঘটনা ঘটবে বলে আশ্বাস দিয়েছে খোদ সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ৷ তবে এই ঘটনা যে বিদেশের মাটিতে ভারতের মাথা হেঁট করবে সেকথা নিশ্চিত ভাবে বলেছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ