BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার পাকিস্তানে

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 21, 2017 1:54 pm|    Updated: May 21, 2017 1:54 pm

Indian national arrested in Pakistan

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল ইসলামাবাদ। প্রয়োজনীয় নথি ছাড়া ভ্রমণের অভিযোগ উঠেছে ওই ভারতীয়র বিরুদ্ধে। খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

[‘পাকিস্তান নিজেদের না শোধরালে, আমাদেরই ব্যবস্থা নিতে হবে’]

ওই ভারতীয় নাগরিকের নাম প্রকাশ করেনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। সম্ভবত নিরাপত্তা সংক্রান্ত কারণে তাঁর নাম গোপন রাখা হয়েছে। তবে একটি বেসরকারি পাক চ্যানেলের দাবি, ভারতীয় নাগরিক শেখ নবী। তিনি মুম্বইয়ের বাসিন্দা। ইসলামাবাদের এফ-৮ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাক টিভি সূত্রে খবর, পাকিস্তানে সফরের জন্য প্রয়োজনীয় নথি তাঁর কাছ থেকে উদ্ধার হয়নি। বৈদেশিক আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ও বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় হাই কমিশন অবশ্য এই গ্রেপ্তারির কথা প্রকাশ্যে স্বীকার করেনি।


আন্তর্জাতিক ন্যায় আদালত বা ICJ ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবের ফাঁসির সাজার উপরে স্থগিতাদেশ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের এই পদক্ষেপ কার্যত ভারতকে কড়া বার্তা দিতেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কুলভূষণ যাদবকে ইরান থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে পাকিস্তান। পাক সামরিক আদালত কার্যত বিনা বিচারে তাঁকে ফাঁসির সাজা শোনায়। ভারত সেই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে গেলে আদালত ভারতের দাবিতে মান্যতা দেয়। কুলভূষণের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলকে দেখা করতে দেওয়ার অনুমতিও দেয়। আন্তর্জাতিক পরিসরে মুখ পোড়ে ইসলামাবাদের। সম্ভবত সেই রাগ থেকেই ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা দেখাচ্ছে ইসলামাবাদ, অনুমান বিশেষজ্ঞদের। সুষমা স্বরাজের নেতৃত্বাধীন বিদেশমন্ত্রক এই ঘটনার উপর নিরবিচ্ছিন্ন নজর রেখে চলেছে বলে জানা গিয়েছে।

[গুজবের জেরে গণপিটুনিতে মৃত ৯, উত্তাল জামশেদপুরে জারি কারফিউ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে