Advertisement
Advertisement

Breaking News

Indian-origin man

ফের আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের! পুলিশের গুলিতে নিহত হামলায় অভিযুক্ত

মৃত ব্যক্তি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন।

Indian-origin man shot dead by police in US, was wanted in aggravated assault case
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 26, 2024 1:57 pm
  • Updated:April 26, 2024 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের! একটি হামলার মামলায় অভিযুক্ত ছিলেন শচীন সাহু নামে উত্তরপ্রদেশের এক ব্যক্তি। অভিযোগ, শচীনকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। গাড়ি দিয়ে দুই মার্কিন পুলিশকে ধাক্কা মারেন। তখনই অভিযুক্তের উপর গুলি চালান এক পুলিশকর্মী। ঘটনাস্থলেই প্রাণ হারান শচীন। 

পিটিআই সূত্রে খবর, গত ২১ এপ্রিল স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্র রাখা-সহ একটি হামলার মামলায় অভিযুক্ত ছিলেন শচীন। এদিন তাঁকে গ্রেপ্তার করতে বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু সেখানে পৌঁছে বছর একান্নর এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গেই থাকতেন। তাঁকেও গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছিল। সেই সময় শচীন সেখান ছিলেন না। ওই আধিকারিকরা তখন আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানে খতম কাশ্মীরি পণ্ডিতদের দুশমন, মোসাদের কায়দায় অভিযানে কার ছায়া?]

তদন্তকারীরা জানিয়েছেন, পুলিশ চলে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরেছিলেন শচীন। তাঁকে দেখেই প্রতিবেশিরা পুলিশে খবর দেন। ফের অভিযুক্তের খোঁজে আসেন পুলিশ আধিকারিকরা। এর পরই দুজন পুলিশকে ধাক্কা মেরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তখনই তাঁর উপর গুলি চালান এক পুলিশ। সেখানেই মৃত্যু হয় শচীনের। এখনও এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের কাছে মৃতের প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ছড়াচ্ছে ‘ইহুদিবিদ্বেষ’? গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ