Advertisement
Advertisement
Israel

ইজরায়েলে কর্মরত শ্রমিকদের জোর করে দেশে ফেরানো হচ্ছে? বিতর্কের মাঝে মুখ খুলল ভারতীয় দূতাবাস

কী জানাল দূতাবাস?

Indian Workers In Israel Being Forced To Return? What Government Said
Published by: Subhodeep Mullick
  • Posted:June 21, 2025 7:14 pm
  • Updated:June 21, 2025 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের জোর করে দেশে ফেরাচ্ছে মোদি সরকার! সম্প্রতি সমাজমাধ্যমে এরকমই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। বিতর্কের মাঝে শনিবার এই বিষয়ে মুখ খুলল তেল আভিভের ভারতীয় দূতাবাস।

Advertisement

এই দাবিকে নস্যাৎ করে দূতাবাস জানিয়েছে, কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, ইজরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের দেশে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি, দূতাবাসে নিবন্ধন করতে গেলে জরিমানাও করা হচ্ছে। এই দাবি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন।

দূতাবাসের তরফ থেকে আরও জানানো হয়েছে, সংকটের সময় যাতে সেদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সাহায্য করতে পারে দূতাবাস, তাই জন্যই তাঁদের নিবন্ধন করা হয়। শুধু তাই নয়, নিবন্ধন করা থাকলে ভারত সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং কল্যাণমূলক প্রকল্পগুলিও ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া যায়।

গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। এই হামলার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। পাশাপাশি ৯ জন পরমাণু বিজ্ঞানীকে নিখুঁত পরিকল্পনায় হত্যা করে ইজরায়েল। এই ঘটনার পর ফের মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। তারপরই ইরান-ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। সেই পরিস্থিতিতে ইজরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের নিয়ে এই ধরনের একটি খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে শনিবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে খবরটি ভুয়ো বলে জানিয়ে দিল তেল আভিভের ভারতীয় দূতাবাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement