Advertisement
Advertisement
Yogi Adityanath

CAA বিক্ষোভ রুখতে দমন-পীড়নের অভিযোগ, যোগীর বিরুদ্ধে এবার মামলা সুইজারল্যান্ডে

কেন এতদিন বাদে মামলা? তাও আবার সুইজারল্যান্ডে?

International group files criminal complaint against UP CM Yogi Adityanath | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 20, 2023 12:11 pm
  • Updated:January 20, 2023 12:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও CAA-NRC বিক্ষোভের আঁচ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল সুইজারল্যান্ডের মাটিতে। সেদেশের প্রথম সারির এক মানবাধিকার সংগঠন যোগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, সিএএ বিক্ষোভ রুখতে বহু মানুষের উপর দমন-পীড়ন করেছেন যোগী।

‘গের্নিকা ৩৭ চেম্বারস’ (Guernica 37 Chambers) নামের ওই মানবাধিকার সংগঠনটি সুইজারল্যান্ডের গন্ডি পেরিয়ে বিশ্বের একাধিক দেশে কাজ করে। বহু দেশের প্রথম সারির আইনজীবীদের নিয়ে এই সংগঠনটি তৈরি। সুইজারল্যান্ডের আদালতে তাঁরা যোগীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতারর বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করেছে। সংগঠনটির অভিযোগ, ২০১৯-২০ সালে দেশজুড়ে যখন সিএএ (CAA) এবং এনআরসি (NRC) বিরোধী বিক্ষোভ চলছিল, সেসময় যোগীর নির্দেশে নিষ্ঠুরতা দেখিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: আসল ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে বলিউডে ফোকাস, সংবাদমাধ্যমকে তোপ দাগলেন রাহুল]

‘গের্নিকা ৩৭ চেম্বারস’ নামের ওই সংগঠনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, যোগীর নির্দেশেই ওই সময় বহু মানুষকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। খুন হতে হয়েছে, অত্যাচারের শিকার হতে হয়েছে অনেককে। যেভাবে সেসময় মূলত মুসলিমদের উপর অত্যাচার হয়েছে সেটা মানবতার বিরোধী। সংস্থার অভিযোগ, ২০১৯ সালে যোগী নিজেই একটি বক্তৃতায় বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘বদলা’ নিতে হবে। এতেই বোঝা যায় পুলিশ প্রতিহিংসাবশত পদক্ষেপ করছে। এবং তাতে মুখ্যমন্ত্রীর মদত রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: আসল ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে বলিউডে ফোকাস, সংবাদমাধ্যমকে তোপ দাগলেন রাহুল]

কিন্তু এতদিন বাদে এখন কেন মামলা? তাও আবার সুইযারল্যান্ডে। আসলে এই সময় সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল যোগীর। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (World Economic Forum) অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি। ঠিক এই অনুষ্ঠান চলাকালীনই মামলাটি দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, তাঁদের কাছে এই মামলাটি করার উপযুক্ত কারণ এবং প্রমাণ দুটোই আছে। তবে কাদের অভিযোগের ভিত্তিতে এই মামলা হচ্ছে, সেটি গোপন রাখা হয়েছে। কারণ অভিযোগকারীদের নাম পরিচয় প্রকাশ্যে এলে তাঁদের জীবন এবং জীবিকা বিপন্ন হতে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ