Advertisement
Advertisement

Breaking News

U.S. hostages release

মার্কিন বন্দিদের ছাড়তে বাড়তি মুক্তিপণ দাবি ইরানের

সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বন্দি বিনিময় সংক্রান্ত একটি বিশাল অঙ্কের চুক্তি হয়৷

Iran demands billions of dollars payments for the release of U.S. hostages
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 8:07 pm
  • Updated:March 29, 2019 12:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে বন্দি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তির জন্য বাড়তি অর্থ দাবি করল ইরান৷ বন্দি মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি কয়েক বিলিয়ন ডলার দাবি করেছে বলে খবর পেন্টাগন সূত্রে৷ ইরানের সরকারি সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ওবামা প্রশাসনের সঙ্গে বন্দি মুক্তির জন্য ১.৭ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল ইরানের, কিন্তু এখন তাদের চাহিদা আরও বেড়েছে৷

সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বন্দি বিনিময় সংক্রান্ত একটি বিশাল অঙ্কের চুক্তি হয়৷ ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির জন্য হোয়াইট হাউস ১.৭ বিলিয়ন ডলার তেহরানকে দিতে রাজি হয়৷ কিন্তু এখন তেহরান উল্টো সুর গাইতে শুরু করেছে৷ ইরানের কয়েকটি কুখ্যাত কারাগারে মার্কিন বন্দিদের নিয়মিত অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ বন্দিদের মুক্তির জন্য অর্থের অঙ্কও বাড়িয়ে ফেলেছে ইরান৷

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়টি দেখভাল করে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি৷ তারাই এই বাড়তি অর্থ দাবি করেছে বলে জানা গিয়েছে৷ ইরানে যে মার্কিন নাগরিকরা বন্দি তাদের মুক্তির জন্য বাড়তি কয়েক বিলিয়ন ডলার দাবি করেছে আইআরজিসি৷ মার্কিন নাগরিকদের পণবন্দি করে ইরান সন্ত্রাসে মদত দিচ্ছে বলে অভিযোগ পেন্টাগনের৷

Advertisement

সপ্তাহখানেক আগেই ইরানে এক মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের সিয়ামক নামাজি ও তাঁর বাবা বাকারকে ১০ বছর কারাবাসের শাস্তি দেয় তেহরান৷ তাঁদের বিরুদ্ধে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়৷ নামাজিকে গ্রেফতার করা হয় গতবছর, তাঁর বাবা ৮০ বছরের বাকার নামাজি ইউনিসেফ-এর প্রাক্তন কর্মী৷ তাঁদের মুক্তির জন্য এখন ২ বিলিয়ন ডলার দাবি করছে তেহরান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ