Advertisement
Advertisement

Breaking News

সাবধান! লোকসভা নির্বাচনকে ভেস্তে দিতে গোপনে ফন্দি আঁটছে আইএসআই

হাতিয়ার অ্যানড্রয়েড ও উইনডোজ অপারেটিং সিস্টেম৷

ISI may meddle in India's 2019 Lok Sabha election
Published by: Tanujit Das
  • Posted:August 28, 2018 9:29 pm
  • Updated:August 28, 2018 9:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সমাপ্ত পাক নির্বাচনে পিছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে৷ সূত্রের খবর, একই কৌশল ২০১৯-এর এদেশের লোকসভা নির্বাচনেও ব্যবহার করতে চলেছে পাক গুপ্তচর সংস্থা৷ আমেরিকা ও জাপানের একাধিক সাইবার সিকিউরিটি সংস্থার প্রকাশিত রিপোর্ট বলছে, অ্যানড্রয়েড ও উইনডোজ অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে ভারতীয় কূটনীতিক ও সেনাদের বিভিন্ন ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আইএসআই৷ সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যা ব্যবহার করা হবে ভারতের বিপক্ষে, বিভিন্ন মহলে ভারতকে বদনাম করার জন্য৷ যা আসন্ন লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে অনুমান৷

[শ্বেতপত্র প্রকাশ করে কিমের দেশকে বিপজ্জনক ঘোষণা জাপানের]

Advertisement

এমন রিপোর্ট দিয়েছ মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফ পয়েন্ট৷ সেই রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরব ও কাজাখস্তানের ভারতীয় দূতাবাসে একটি সন্দেহজনক ইমেল পাঠান হয়৷ সেই ইমেল খোলার পরেই সমস্ত সাইটে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায়৷ পরে জানতে পারা যায় পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে পাঠানো হয়েছে এই ইমেল৷ জানা গিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ভারতীয় কূটনীতিক ও সেনার আধিকারিকদের সঙ্গে সখ্যতা জমানোর মাধ্যমেও ভিতরের তথ্য পেতে চাইছে এই আইএসআই এজেন্টরা৷ তথ্যকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ানো হবে ভারতের বিরুদ্ধে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে থেকে তা শুরু হবে৷

Advertisement

[মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় আরও তৎপর নয়াদিল্লি]

উল্লেখ্য, আগামী বছর ভারতের লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে রাশিয়া৷ এক্ষেত্রে ঘুঁটি করা হতে পারে ভারতের সংবাদমাধ্যমকে৷ সম্প্রতি এমনই দাবি করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ফিলিপ এন হাওয়ার্ড। কেবল ভারত নয়, তালিকায় রয়েছে ব্রাজিলের নামও৷ এর কারণ হিসাবে তুলে ধরা হয় এই দুই দেশের সংবাদমাধ্যমের অপেশাদারিত্বকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ