Advertisement
Advertisement

Breaking News

জানেন, কোন হোটেলে আছে বিশ্বের গভীরতম সুইমিং পুল?

৪২ মিটার গভীর এই পুল নাম তুলেছে গিনেস বুকেও

italian-hotel-has-the-worlds-deepest-swimming-pool
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 7:03 pm
  • Updated:June 17, 2016 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল যে কোনও হোটেলেই থাকে সুইমিং পুল৷ অতিথি আপ্যায়ণে বিলাসী সাঁতারের আয়োজন রাখে সব হোটেল কর্তৃপক্ষই৷  কিন্তু বিশ্বের মাত্র একটি হোটেলই সে আয়োজনে তাক লাগিয়েছে৷ সুইমিং পুলের ক্ষেত্রে তাদের ব্যবস্থার সঙ্গে তুলনা চলে না দুনিয়ার আর কোনও হোটেলের৷ কেননা বিশ্বের গভীরতম সুইমিং পুল আছে সেই হোটেলেই৷

কোথায় আছে সেই হোটেল?

Advertisement

worlds-deepest-pool-1

Advertisement

টার্ম মিলিপিনি নামে এই হোটেল আছে ইতালির পাদুয়ায়৷ ৪২ মিটার গভীর এই সুইমিং পুলে নামা প্রত্যেকের কাছেই এক বিরল অভিজ্ঞতা৷ জলের নিচে এ যেন এক জলের গুহা৷ স্বচ্ছ, কবোষ্ণ জলের টানেলের ভিতর দিয়ে চাইলে হাঁটাও সম্ভব৷ অভিনব এই পুলটির নকশা করেছিলেন স্থপতি ইমানুয়েল বোরেতো৷ হোটেল থেকে টিকিট নিয়ে এখানে স্কুবা ডাইভিংও করা যায়৷ ২০১৪ থেকে চালু হয়েছে এই পুল৷

worlds-deepest-pool-2

গভীরতায় বিশ্বে রেকর্ড করেছে এই পুল৷ ৪২ মিটার গভীর এই পুলের নাম উঠেছে গিনেস বুকেও৷ এর আগে বেলজিয়ামের এক হোটেলের সুইমিং পুলই এই স্বীকৃতি পেয়েছিল৷ কিন্তু গভীরতায় ও বৈচিত্রে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ইতালির এই পুল৷

worlds-deepest-pool-3 (1)

 

দেখুন এই পুলের ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ