Advertisement
Advertisement

‘জনসন অ্যান্ড জনসন’-এর বেবি পাউডার মেখে ক্যানসারে আক্রান্ত মহিলা!

৪১৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের নির্দেশ আদালতের।

Johnson & Johnson ordered to pay $417m in lawsuit linking baby powder to cancer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2017 2:54 pm
  • Updated:October 3, 2019 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় হেলথ কেয়ার সংস্থা ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ৬২ বছরের এক মহিলা দাবি করেছেন, ওই সংস্থার পাউডার মেখে তাঁর ওভারিতে ক্যানসার হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে আক্রান্ত মহিলা এই নিয়ে মামলা রুজু করায় সম্প্রতি আদালত ‘জনসন অ্যান্ড জনসন’-কে ৪১৭ মিলিয়ন মার্কিন ডলারের বিপুল ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রশ্ন উঠছে, বিশ্বের একাধিক দেশে যে সংস্থার পাউডার-ক্রিম-শ্যাম্পু প্রায় নিশ্চিন্তে নিজের সদ্যোজাত শিশুর ক্ষেত্রে ব্যবহার করেন মায়েরা, সেই সংস্থার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে অভিভাবকদের কী করা উচিত?

[জানেন, কেন মেয়েদের পোশাক পরে ঘুরছে এই ছেলেরা?]

ঠিক কী ঘটেছে ওই মহিলার সঙ্গে?

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, ৬২ বছরের ইভা ইচাভেরিয়া আদালতকে জানান, তিনি ১১ বছর বয়স (১৯৫০) থেকে ২০১৬ পর্যন্ত জনসন বেবি পাউডার ব্যবহার করতেন। কিন্তু সম্প্রতি পরিচিত এক মহিলাকে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হতে দেখেন। তিনিও ওই একই পণ্য ব্যবহার করতেন। তখনই ইভার সন্দেহ হয়। কারণ, এর আগে মার্কিন মুলুকে বেশ কিছু মহিলা ওই একই সংস্থার পাউডার ব্যবহার করে ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন। ২০০৭-এ ইভার দেহে ওভারি ক্যানসার ধরা পড়ে। ইভার অভিযোগ, জনসন তাদের বেবি পাউডারের গায়ে যদি একটি বিধিবদ্ধ সতর্কীকরণ লিখে রাখত, যে দীর্ঘদিন ওই পাউডার ব্যবহার করলে ক্যানসারের সম্ভাবনা তৈরি হয়, তাহলে তিনি ওই পাউডার এতদিন ধরে ব্যবহার করতেন না। তাঁর আইনজীবীও আদালতকে জানান, ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থা জানত, তাদের ট্যালকম পাউডার ব্যবহারে ক্যানসার হতে পারে কিন্তু সংস্থাটির বিজ্ঞাপনে কখনও এই বিষয়ে সতর্ক করেনি।

Advertisement

পালটা সংস্থার তরফে দাবি করা হয়, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, একাধিক সরকারি সংস্থার পরীক্ষাতে ওই অভিযোগের কোনও সত্যতা মেলেনি। অভিযোগকারিনীর বক্তব্যের কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। যদিও আক্রান্ত মহিলা তাঁর যে মেডিক্যাল সার্টিফিকেট আদালতে জমা দেন, সেখানে লেখা, ‘দীর্ঘদিন মারাত্মক ক্ষতিকারক ট্যালকম পাউডার ব্যবহার করাতেই তাঁর ওভারিতে ক্যানসার হতে পারে।’ দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থাকে নির্দেশ দেয়, ক্ষতিপূরণ হিসাবে ইভাকে ৬৮ মিলিয়ন মার্কিন ডলার ও শাস্তি হিসাবে ৩৪০ মিলিয়ন মার্কিন দিতে হবে অভিযুক্ত সংস্থাকে। এই প্রথম নয় অবশ্য, এর আগে ২০১২-তেও এক মহিলার ক্যানসার ধরা পড়ে জনসন বেবি পাউডার ব্যবহার করে। সেক্ষেত্রেও আদালত ভার্জিনিয়া নিবাসী ওই মহিলাকে ১১০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। নিউ জার্সিতেও এরকম দু’টি অভিযোগ উঠেছে সম্প্রতি। সবমিলিয়ে এই মুহূর্তে ১০০০-এরও বেশি মামলা জনসন সংস্থার বিরুদ্ধে ঝুলে রয়েছে।

[ভারতে চিনা সেনার প্রবেশ নিয়ে ফের হুঁশিয়ারি বেজিংয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ