Advertisement
Advertisement

দেশের পুরুষদের যৌনক্ষমতা বাড়ানোর ওষুধ তৈরির হুকুম কিমের

কোরিয়ার একনায়ক চান, পুরুষরা বিছানায় লম্বা ইনিংস খেলুক৷

Kim Jong-Un orders 'Sex Potions' made from Sea Urchins!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 6:16 pm
  • Updated:November 28, 2016 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চান পুরুষরা বিছানায় লম্বা ইনিংস খেলুক৷ মানসিকভাবে আরও চাঙ্গা হোক৷ শরীরের নির্লিপ্ততা কেটে যাক৷ এই জন্যই বিজ্ঞানীদের যৌনতার ইচ্ছা বাড়ানোর ওষুধ তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন৷

তাঁর কড়া নির্দেশ, বিশেষ এক সামুদ্রিক প্রাণীর নির্যাস থেকে এই ওষুধ তৈরি করুক বিজ্ঞানীরা৷ যাতে লিঙ্গের পরিধি তো বৃদ্ধি তো পাবেই, বিছানায় আরও বেশি সময় ধরে যৌনক্রিয়ায় সামিল হতে পারবেন পুরুষরা৷ সেই সঙ্গে এতে যেন মানসিক অবসাদ ও শারীরিক নির্লিপ্ততাও দূর হয়৷

Advertisement

ইতিমধ্যেই সাপের খোলস থেকে এক বিশেষ ধরণের ওষুধ তৈরি করেছেন কিমের বিজ্ঞানীরা৷ যার দ্বারা মধ্যবয়সী ব্যক্তিদের চর্মরোগ ও যক্ষা নিরাময় হয়৷ অ্যালকোহলে মাশরুম ডুবিয়ে রেখে আরও এক বিশেষ প্রকারের টনিক তৈরি করা হয়েছে৷ যা মিলনের সময় শরীরকে আরও চাঙ্গা করবে এবং মনকেও উৎফুল্ল রাখবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement