Advertisement
Advertisement
Kim Jong Un

‘শ্রদ্ধেয় বাবা’ বলেই ডাকতে হবে কিমকে! দেশের তরুণদের আজব নির্দেশ উত্তর কোরিয়ায়

এমন নির্দেশে তরুণদের মধ্যে কিমের প্রতি অসন্তোষ বাড়ছে বলেই জানা যাচ্ছে।

Kim Jong Un will now be called ‘Respected Father’ by young North Koreans। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 17, 2023 9:42 am
  • Updated:May 17, 2023 9:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের তরুণদের ‘শ্রদ্ধেয় বাবা’ বলে ডাকতে হবে তাঁকে। এমনই নির্দেশ উত্তর কোরিয়ার (North Korea) সর্বাধিনায়ক কিম জং উনের (Kim Jong Un)। ৩৮ বছরের নেতার এমন নির্দেশ মনে করিয়ে দিচ্ছে তাঁর বাবা ও ঠাকুর্দার কথা। কিমের বাবা জম জং ২ এবং ঠাকুর্দা কিম ২ সাংও একই নিদান দিয়েছিলেন দেশের তরুণ প্রজন্মকে। তাঁদেরও ‘শ্রদ্ধেয় বাবা’ বলেই ডাকা হত। এবার সেই জুতোয় পা গলিয়ে দিলেন কিমও।

যদিও এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কিমের এহেন নির্দেশকে ভালভাবে নিচ্ছে না সেদেশের তরুণরা। কেননা, জনমানসে তাঁর ভাবমূর্তি আদৌ ভাল নয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানাচ্ছেন, এই মাসে দেওয়া শিক্ষামূলক ভাষণের সময় ১৪ থেকে ৩৫ বছরের মধ্যে বয়সিদের নির্দেশ দেওয়া হয়েছে দেশের জেনারেল সেক্রেটারিকে ‘বাবা’ বলে ডাকার। যদিও কিমের বয়স মাত্র ৩৮। আর এতেই অস্বস্তিতে পড়েছেন অনেকেই। তাঁদের মতে, কিম এখনও তরুণ। তাছাড়া তিনি তাঁর পূর্বসূরিদের মতো অভিজ্ঞও হয়ে উঠতে পারেননি। কাজেই তাঁকে ‘বাবা’ সম্বোধন করতে নারাজ অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসের কর্ণাটক ‘নাটক’ অব্যাহত, মঙ্গলবারও মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নিতে পারলেন না খাড়গে-রাহুলরা]

উল্লেখ্য, কিমের বাবা-ঠাকুর্দা কিন্তু যথাক্রমে ৫৩ ও ৫৫ বছরে এই খেতাব নিয়েছিলেন। এত অল্প বয়সে কিমের এমন নির্দেশে তরুণদের মধ্যে কিমের প্রতি অসন্তোষ বাড়ছে বলেই দাবি অনেকেরই।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ধর্মীয় স্বাধীনতার ‘বিপণ্ণতা’ নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’! তোপ নয়াদিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ