Advertisement
Advertisement

কুমার শানুর গানের ভক্ত ছিল ওসামা বিন লাদেন!

কেমন ছিল কুখ্যাত জঙ্গির পছন্দ-অপছন্দের দুনিয়া?

Kumar Sanu, Tom and Jerry in Osama Bin Laden cache
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2017 7:25 am
  • Updated:November 3, 2017 7:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত সন্ত্রাসবাদী। ঠাণ্ডা মাথার খুনি। বিশ্বের ভয়াবহতম জঙ্গি হানা তারই মস্তিষ্কপ্রসূত। শুধু হামলা নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল সে সন্ত্রাস। সেই কুখ্যাত ওসামা বিন লাদেনই নাকি ছিল কুমার শানু, অলকা ইয়াগ্নিকের গানের ভক্ত। সম্প্রতি সামনে এল এই তথ্য।

আস্ত একটি বিমান রাখা যায় খুফুর পিরামিডের গোপন কক্ষে, তবে কি… ]

Advertisement

ওসামা বিন লাদেনের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু কমপিউটর ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিল সিআইএ। তাতে কী ছিল, সে তথ্য এতদিন চোখের আড়ালেই ছিল। বুধবার প্রায় ৪৭,০০০টি ফাইলের তথ্য সামনে এনেছে সিআইএ। আর তাতেই জানা যাচ্ছে, বলিউডের গানের ভক্ত ছিল লাদেন। পছন্দের গায়ক তালিকায় ছিলেন কুমার শানু, উদিত নারায়ন, অলকা ইয়াগ্নিক। তাঁদের গানের কালেকশন যেমন পাওয়া গিয়েছে, তেমনই সলমন খানের ছবির টাইটেল ট্র্যাকও মিলেছে। পাওয়া গিয়েছে অজয়-কাজলের ‘পেয়ার তো হোনা হি থা’র গান। এর পাশাপাশি আবার ছোটদের জিনিসও পছন্দ ছিল কুখ্যাত জঙ্গির। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারের মতো নার্সারি রাইমও ছিল সংগ্রহে। দেখতে ভালবাসত ফুটবল। বিভিন্ন ম্যাচের ক্লিপিংস তাই কাছে রেখেছিল। এছাড়া ভারতের হালহকিকত জানতেও উদগ্রীব থাকত লাদেন। বিভিন্ন সময় দেশে কী ঘটছে, তার নিউজ ক্লিপিংস জোগাড় করে পাঠানো হত তার কাছে। ভারত সম্পর্কে কৌতূহলের শেষ ছিল না তার। বিবিসি-র ভারত সম্পর্কিত একটি তথ্যচিত্রও লাদেনের সংগ্রহে ছিল বলে, সিআইএ-র ফাঁস করা তথ্যে জানা যাচ্ছে।

Advertisement

প্রেমিকের পরামর্শে স্বামীর দুধের গ্লাসে বিষ, নববধূর হাতে মৃত ১৭ ]

কুখ্যাত জঙ্গিদের অন্দরমহল ঠিক কেমন হয়, তা নিয়ে সাধারণ মানুষেরও কৌতূহলের অন্ত নেই। ঠাণ্ডা মাথার একজন নৃশংস খুনি বাস্তব জীবনে ঠিক কীরকম, তা কৌতূহলোদ্দীপকই বটে। লাদেনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। বিভিন্ন সিনেমাতে তার জীবনের ছায়াপাত দেখা দিয়েছে। তবে সিআইএ-র এই তথ্য থেকে অনেকটাই স্পষ্ট হল ব্যক্তি লাদেনের পছন্দ-অপছন্দ। যে মানুষ গান শোনে সে কী করে হত্যালীলা ঘটাতে পারে? এ প্রশ্নের মুখে বিস্মিত হন অনেকেই। লাদেনের জীবন দেখাল, তাও সম্ভব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ